Header AD

বড়দিনে পর্যটকদের জন্য স্বস্তির খবর! গ্লেনারিজ খোলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

বড়দিনে দার্জিলিংগামী পর্যটকদের জন্য স্বস্তির খবর। শৈলশহরের অন্যতম নামী রেস্তরাঁ গ্লেনারিজের পানশালা খোলা রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বুধবার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানি শেষে আগামী ১২ ই জানুয়ারি পর্যন্ত গ্লেনারিজ রেস্তোরাঁর পানশালা খোলা থাকবে বলে নির্দেশে জানিয়েছে হাইকোর্ট।

২৫ ডিসেম্বর, নিউইয়ার- সব মিলিয়ে এই মুহূর্তে পর্যটকদের ভিড়ে ঠাসা দার্জিলিং। এর মধ্যেই গ্লেনারিজের পানশালা খোলার হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে পর্যটকরা।
প্রসঙ্গত, দার্জিলিঙের অতি জনপ্রিয় রেস্তরাঁ ‘গ্লেনারিজ’। দার্জিলিঙ গেলে অন্তত একবার এই রেস্তরাঁর সামনে দাঁড়িয়ে ছবি তোলা মাস্ট! গ্লেনারিজের পানশালার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল । এছাড়াও প্রয়োজনীয় নথি ছাড়াই ওই পানশালা চালানোর অভিযোগ ওঠে ‘ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট’ প্রধান তথা রেস্তরাঁটির কর্ণধার অজয় এডওয়ার্ডের বিরুদ্ধে। এরপরই তিন মাসের জন্য নীচের তলার পানশালা এবং লাইভ মিউজিক বন্ধ করে দেয় আবগারি দপ্তর।

এরপরেই পানশালা বন্ধের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের হয়। মামলার শুনানিতে পানশালা বন্ধের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি অমৃতা সিনহা। শুধু তাই নয়, ১২ ই জানুয়ারি পর্যন্ত গ্লেনারিজ রেস্তরাঁর পানশালা খোলা থাকবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।