Header AD

হায়দরাবাদে অনুষ্ঠানে গিয়ে হেনস্তার শিকার সামান্থা! ভাইরাল ভিডিও, আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন

অভিনেত্রী নিধি আগরওয়ালের পরে এবার সামান্থা রুথপ্রভু। হায়দরাবাদের একটি অনুষ্ঠানে গিয়ে হেনস্তার শিকার হলেন ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেত্রী। অনুষ্ঠান থেকে বেরিয়ে গাড়ি পর্যন্ত যাওয়ার পথেই তাঁকে ঘিরে ধরে ভক্তের দল। এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তা নিয়েই নেটিজেনরা সমালোচনায় মুখর হয়েছেন। এই অব্যবস্থায় অনুষ্ঠানের আয়োজকদের দিকে আঙুল উঠছে। কেন আগের ঘটনা থেকে তারা শিক্ষা নিয়ে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারল না, তা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও এখনও পর্যন্ত সামান্থার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 যে ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল তাতে দেখা যাচ্ছে, রুপোলি ও কালো রঙের মিশেলে শাড়ি-ব্লাউজ় পরেছেন তেলুগু অভিনেত্রী। খোলা চুল ও গয়নায় বেশ দেখাচ্ছিল সামান্থাকে। অনুষ্ঠান শেষ করে বেরিয়ে যাওয়ার সময়ই তাঁকে দেখে এগিয়ে আসে প্রচুর অনুরাগী মানুষ। কেউ কেউ তাঁকে স্পর্শ করারও চেষ্টা করেন। ভিড়ের চাপে কার্যত বেহাল দশা অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তারক্ষীরা ভিড় সামলানোর প্রাণপন চেষ্টা করছেন। তবে এমনই পরিস্থিতি আর আত প্রবল ভিড় যে নিরাপত্তারক্ষীরা সামাল দিতে কার্যত ব্যর্থ হন। তবে এই পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখেছিলেন সমান্থা। কোনও মন্তব্য করেননি। শেষপর্যন্ত অভিনেত্রীর দেহরক্ষীরা কোনওমতে পরিস্থিতি সামলে তাঁকে গাড়িতে তুলে দেন।

উল্লেখ্য, দিন কয়েক আগেই তেলুগু ছবির আর এক জনপ্রিয় নায়িকা নিধি আগরওয়ালকে ঘিরেও এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। নিজের আসন্ন ছবি ‘রাজা সাব’-এর গান মুক্তির অনুষ্ঠানে গিয়ে হেনস্তার শিকার হন তিনি। গায়ের ওড়নায় টান মারছে কেউ, আবার ছবি তুলতে চেয়ে কেউ নায়িকার এতটাই কাছে চলে আসছে যে, দৃশ্যত অস্বস্তিতে পড়েছিলেন নিধি। সকলেই প্রায় ঝাঁপিয়ে পড়েছিলেন নিজস্বী তোলার জন্য। ঘটনার নিন্দা হয় বিভিন্ন মহলে। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই সেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় বিব্রত আয়োজক থেকে অনুরাগীরা।

প্রসঙ্গত, চলতি বছরে ডিসেম্বর মাসেই কলকাতায় এসেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। কিন্তু তাঁকে মাঠে বহু মানুষ ঘিরে থাকায় গ্যালারি থেকে একেবারেই দেখা যায়নি বলে অভিযোগ ওঠে। মেসি বেরিয়ে যেতেই প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ে জনতা। মাঠে প্লাস্টিকের বোতল ছোড়া থেকে শুরু করে চেয়ার ভাঙা, তাণ্ডব চলে যুবভারতীতে। প্রশ্ন ওঠে আয়োজক ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। সেই ঘটনার তদন্ত চলছে। তারই কিছুদিনের মধ্যে সামান্থার ঘটনা বুঝিয়ে দিল আরও সতর্ক হয়ে কাজ করতে হবে সংগঠকদের।