দেশের তিন বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে অত্যাধুনিক প্রযুক্তির পরিষেবার ক্ষেত্রে এয়ারবাস এ৩২০ এর ৩৩৮টি বিমানে দ্রুত সফটঅয়্যার আপডেটের প্রয়োজন ছিল। যার মধ্যে ৩২৩টি বিমানের সফ্টঅয়্যার আপডেট ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। যার ফলে আর ঝুঁকির সম্ভাবনা থাকল না। ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই আপডেটের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় বিমানসংস্থার ৩২৩ টি উড়ান পরিষেবার জন্য প্রস্তুত। যার মধ্যে রয়েছে ইন্ডিগোর ২০০টি উড়ান। অন্যদিকে এয়ার ইন্ডিয়ার ১১৩টি উড়ানের মধ্যে ১১০ টির সফ্টঅয়্যার আপডেটের কাজ শেষ হয়েছে। বাকি ১৩টি উড়ান মেরামতের কাজ চলছে। এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ২৩টি বিমানের সফ্টঅয়্যারের সমস্যা মিটেছে বলে জানা গিয়েছে।
ভারতের বিমান সংস্থাগুলি শনিবার বিবৃতি দিয়ে জানিয়েছিল, এয়ারবাসের উড়ানগুলিতে সফ্টঅয়্যার আপডেট না হলে দেশ জুড়ে ব্যাহত হতে পারে উড়ান পরিষেবা। ডিজিসিএ-র তত্ত্বাবধানে সেই কাজ শুরু হয়। এরপর উড়ানগুলির সফ্টঅয়্যার আপডেটের কাজ দ্রুত সম্পন্ন করা হল।





