গত ২০ দিনে উত্তরাখণ্ডে অজানা এক উপসর্গে মৃত্যু হয়েছে সাত জনের। ঘটনাটি ঘটেছে আলমোরা জেলার ধাউলা ব্লকে ।প্রশাসনিক স্বাস্থ্যকর্তাদের দাবি , অজানা এক ভাইরাল সংক্রমণে আক্রান্ত হওয়ার কারণেই এই অসুস্থতা ও মৃত্যু ঘটেছে।
ইতিমধ্যেই আলমোরা জেলার মেডিক্যাল আধিকারিক ড. নবীন চন্দ্র তিওয়ারি জানিয়েছেন, সাত জনের মধ্যে দুজনের মৃত্যু ঘটেছে হৃদরোগের কারণে। বাকি পাঁচ জনের অজানা উপসর্গ ছিল। তিনি আরও বলেন , “ ১১ টি নমুনা সংগ্রহ করেছি। যার মধ্যে তিনটি রিপোর্টে টাইফয়েড নিশ্চিত হয়েছে। আমরা জল সরবরাহ বিভাগকে সমস্ত জলের ট্যাঙ্ক পরিষ্কার করার নির্দেশ দিয়েছি এবং গ্রামবাসীদের জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও জলের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে জানা গিয়েছে, জলে কলিফর্ম ব্যাকটেরিয়া রয়েছে।”
ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে জেলার স্বাস্থ্য বিভাগ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে । আলমোরা জেলার বিবাদি, ফুলাই জাগেশ্বর, খেতি, বাজেলা, কাবরি এবং গোলি-সহ ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে আশা কর্মী, সিএইচও এবং ফার্মাসিস্টদের ১৬টি দল মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, প্রত্যন্ত এই গ্রামগুলি দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত। তাই এই দলগুলি বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সমীক্ষা চালিয়ে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করছে।





