Header AD

দেশের সেরা তালিকায় বাংলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম  

বুধবার ন্যাশনাল ইনস্টিটিউট র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক প্রকাশ করল দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির নাম। এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই তালিকা প্রকাশ করেন। দেখা যাচ্ছে, একাধিকবার ক্রমতালিকায় প্রথম দশে নাম রয়েছে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আইআইটি খড়গপু্রের। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের ক্রমতালিকায় নবম স্থান অধিকার করেছে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের  শীর্ষে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়। গোটা দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ষষ্ঠ স্থানে আইআইটি খড়গপুর। সেরা কলেজের তালিকায় প্রথম দশে জায়গা পেয়েছে কলকাতার দুই কলেজ- রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি এবং সেন্ট জেভিয়ার্স। সেরা কলেজের তালিকায় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ ৬ নম্বরে রয়েছে । সেন্ট জেভিয়ার্স কলেজ রয়েছে ঠিক দুই ধাপ পড়ে, ৮ নম্বর স্থানে। দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিসডিক্যাল সায়েন্সেস সেরা আইন কলেজের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। ম্যানেজমেন্ট কলেজের তালিকায় সপ্তম স্থান দখল করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার ও প্ল্যানিং বিভাগে চতুর্থ স্থান পেয়েছে।