Header AD

অ্যাসিডে রান্না খেয়ে ঘাটালে অসুস্থ একই পরিবারের ৬! কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন

অ্যাসিডকে জল ভেবে রান্না! সেই রান্না করা খাবার খেয়ে একই পরিবারের ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে ছয়জনই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রত্নেশ্বরবাটি গ্রামে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল। পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরাও দ্রুত পৌঁছন ঘটনাস্থলে। কীভাবে ঘটল এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। ভুল করেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, ঘাটালের মনোহরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রত্নেশ্বরবাটি গ্রামের বাসিন্দা সন্তু সন্ন্যাসী। তাঁর বাড়িতে তামা ও রুপোর কাজ হয়। তাই সবসময় অ্যাসিড রাখা থাকত বাড়িতে। রবিবার সন্ন্যাসীবাবুর এক আত্মীয় বাড়িতে রাখা অ্যাসিড, জলের সঙ্গেই ভুল করে ঢেলে দেন।  তা দিয়েই তিনি ভাত, তরকারি রান্না করেন। ঘুণাক্ষরেও তিনি টের পাননি কী দিয়ে রান্না করছেন! শুধু তাই নয়, অ্যাসিড জলে রান্না করা খাবারই সন্ন্যাসীবাবুর আত্মীয় খেতে দিয়েছিলেন তাঁদের। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় পেটে অসহ্য যন্ত্রণা ও বমি। দ্রুত ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। ছয়জনেরই শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হলে কলকাতার পিজি হাসপাতালে তাঁদের রেফার করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এই ঘটনায় ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল জানান, ”সন্ন্যাসীবাবুর এক আত্মীয় ভুল করে বাড়িতে থাকা অ্যাসিড জলে ভাত, তরকারি রান্না করে খেতে দিয়েছিলেন। অসুস্থ হওয়ায় পর ঘটনা জানাজানি হয়। তারপরই তাঁদের ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের ছয়জনই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।”