একটানা বৃষ্টিতে বিপর্যস্ত শ্রীলঙ্কা। বন্যা ও ভূমিধসের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৬ জন। ক্ষতিগ্রস্ত কমবেশি ৬০০টি বাড়ি। গত সপ্তাহ থেকে দুর্যোগপূর্ণ পরিবেশের ধাক্কায় বিধ্বস্ত হতে শুরু করে শ্রীলঙ্কা। ক্রমে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে বৃহস্পতিবার থেকে। একটানা ভারী বর্ষণের জেরে পথঘাট, ঘরবাড়ি, খেত, রাস্তা সবই ডুবে যায়। সঙ্গে ভূমিধসেও প্রবল ক্ষতি হয়েছে। কেবল বাদুল্লা ও নুয়ারা ইলিয়া অঞ্চলে ধসে ২৫ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। ওই অঞ্চলে ২১ জন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আহত হয়েছেন ১৪ জন।
গোটা দেশ জুড়ে ভারী বর্ষণের ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে পথঘাট, যার প্রভাব পড়েছে জনজীবনে। বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবহন ব্যবস্থা। একাধিক জায়গায় বন্ধ ট্রেন চলাচল। রাস্তায় গাছ-পাথর পড়ে যানবাহন চলাচলও বন্ধ বহু রাস্তাতে। এই পরিস্থিতিতে আটকে পড়েছেন অনেকেই। নৌবাহিনী ও পুলিশ বোটে করেই বহু এলাকা পরিদর্শনে বেরিয়েছে। সে দেশের আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর–পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব সেই সঙ্গে সমুদ্রের পূর্ব দিকে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণেই এই ভারী বৃষ্টি। দেশব্যাপী স্কুলের ফাইনাল ইয়ারের পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে দুদিনের জন্য।





