নতুন ছবির ঘোষণা করলেন সৃজিত মুখোপাধ্যায়। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা শরৎচন্দ্রের উপন্যাস ‘পথের দাবি’র ১০০ বছর আগামী বছরের ৩১ আগস্ট। ১৯২৬ সালের প্রকাশিত হয়েছিল উপন্যাসটি।এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সব্যসাচী। শরৎচন্দ্রের ‘পথের দাবি’কে কেন্দ্র করে সৃজিত মুখোপাধ্যায় তৈরি করবেন তাঁর আগামী ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’।সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে এই ঘোষণা করেছেন তিনি। ছবিটির প্রযোজনায় রানা সরকারের ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’ এবং এসভিএফ।রবিবার সকালে পরিচালক নিজের সোশ্যাল মিডিয়ায় লিখছেন, ‘সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ, হে ভৈরব, শক্তি দাও, ভক্তপানে চাহো’… এরপর থেকেই বিনোদুনিয়ায় আলোচনা সৃজিতের ছবিটি ঘিরে। পরিচালক জানিয়েছেন, ২০২৬ সালের ১ মে মুক্তি পাচ্ছে ছবিটি।সংবাদমাধ্যমকে পরিচালক জানিয়েছেন, “১৯২৬ সালের ৩১ অগস্ট শরৎচন্দ্রের ‘পথের দাবি’ প্রকাশিত হয়েছিল। উপন্যাস প্রকাশের পর দেশ জুড়ে ব্রিটিশবিরোধী আন্দোলন আরও জোরালো হয়। যার জেরে ১৯২৭ সালের জানুয়ারিতে বইটি সরকারি ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। উত্তাল হয়ে ওঠে সারা দেশ। সেই সময়ের আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও”। তাঁর ছবিতে তৎকালীন ঘটনার পাশাপাশি সেই সময়ের খ্যাতনামী ব্যক্তিত্বরাও থাকবেন। সৃজিত কেন একই বিষয় বেছে নিলেন?পরিচালকের কথায়, “বরাবর নানা স্বাদের ছবি বানিয়ে এসেছি। এই বছরেই যেমন মুক্তি পেয়েছে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, ‘কিলবিল সোসাইটি’। একটির সঙ্গে আর একটির বিষয়ের কিন্তু কোনও মিল নেই। সেই জায়গা থেকেই আমার এই বিষয়টিকে বেছে নেওয়া।” ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ। সব ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরে শুটিং শুরু করবেন। অভিনয়ে কারা থাকছেন? সে কথা এখনই ফাঁস করতে নারাজ পরিচালক। জানিয়েছেন, অভিনেতা বাছাইপর্ব চলছে। প্রসঙ্গত, বঙ্গবাণী পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল ‘পথের দাবি’। জানা যায় ব্রিটিশ সরকার ‘বিষময়’ বলে উল্লেখ করেছিল এই উপন্যাসকে। পরে তা নিষিদ্ধ করে দেওয়া হয়। দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও সোচ্চার হয়েছিলেন সেই প্রতিবাদে। এমন অগ্নিগর্ভ এক সময়কেই এবার সৃজিত তুলে আনবেন তাঁর নতুন ছবিতে। এর আগে ১৯৭৭ সালে পীযূষ বসুর পরিচালনায় উত্তমকুমার অভিনীত ‘সব্যসাচী’ ছবিটি মুক্তি পেয়েছিল। সেই ছবিটি ‘পথের দাবি’ উপন্যাসটি অবলম্বনে নির্মিত হয়েছিল। এবার সেই উপন্যাস প্রকাশের সময়কালকে বড়পর্দায় তুলে আনবেন সৃজিত।





