Header AD

তাপপ্রবাহে মৃত্যুতে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার

বিগত বেশ কয়েক বছর ধরে তাপপ্রবাহের মাত্রা পৌঁছেছে চরমে। এবার এই তাপপ্রবাহকে প্রাকৃতিক বিপর্যয়ের তালিকাভুক্ত করল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যে কারও হিটওয়েভ বা তাপপ্রবাহে মৃত্যু হলে রাজ্য সরকার মৃতের পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে দু’লক্ষ টাকা দেবে। সম্প্রতি, নবান্নে ‘স্টেট এক্সিকিউটিভ কমিটি’র বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গত কয়েক বছর ধরেই রাজ্যে তাপপ্রবাহে অসুস্থ হয়ে একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এরপরই এই বিষয়ে বিশেষ চিন্তাভাবনা শুরু করে রাজ্য সরকার। অগাস্ট মাসে বৈঠকও করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই বৈঠকেই তাপপ্রবাহে মৃত্যু হলে আর্থিক সাহায্য প্রদানের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয় বলে খবর। রাজ্য বিপর্যয় মোকাবিলা এবং সিভিল ডিফেন্স দপ্তর এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, হিট স্ট্রোক বা সান স্ট্রোকে রাজ্যে কারও মৃত্যু হলে মৃতের পরিবার দু’লক্ষ টাকা পাবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আর্থিক সাহায্য পাওয়ার ক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্ট আবশ্যিক। তা যাচাই করার পরই মিলবে টাকা। প্রসঙ্গত, বজ্রাঘাতে, দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ড, নৌকোডুবি, গাছ পড়ে, বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যুর ক্ষেত্রে এতদিন দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিত রাজ্য। এবার থেকে হিট ওয়েভ, নদীভাঙন, ভারী বৃষ্টি, বন্য পশুর আক্রমণ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, জঙ্গলে আগুন, বিষাক্ত প্রাণীর কামড় বা পশুর আক্রমণে মৃত্যু-সহ ১৪টি ঘটনাকেও প্রাকৃতিক বিপর্যয় হিসাবে ঘোষণা করল নবান্ন।