ফের ভয়াবহ ভূমিকম্প জাপানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৬। সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫মিনিট নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের উত্তর-পূর্ব উপকূল। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল উত্তর জাপানের মিসাওয়া থেকে ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে ও ভূপৃষ্ঠ থেকে ৫৩.১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরই উত্তাল হতে শুরু করেছে সমুদ্র। জাপানের আবহাওয়া দপ্তরের তরফে হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। জানানো হয়েছে, সমুদ্রের ঢেউ ১০ ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে। ইতিমধ্যেই এই সংবাদ আতঙ্কের সৃষ্টি করেছে গোটা জাপানে। বিশেষজ্ঞদের মতে, এই ভূমিকম্প ১৪ বছর আগের ফুকুশিমার ভয়ানক স্মৃতি ফেরাতে পারে। জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকা। প্রতি বছর অসংখ্য ভূমিকম্পের শিকার হয় এই দেশ। চলতি বছরের শুরুতেও তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। যার কারণে প্রাণ হারিয়েছিলেন অন্তত ২৬০ জন। ফের বছর শেষে তীব্র ভূমিকম্পকে কেন্দ্র করে আতঙ্কিত জাপানবাসী। জানা গিয়েছে, ইতিমধ্যেই জাপানের বিপর্যয় মোকাবিলা বাহিনী উপকূলবর্তী এলাকাগুলিকে ফাঁকা করতে শুরু করেছে । যদিও ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভয়াবহ এই ভূমিকম্পের পর বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে জাপানের পারমাণবিক কেন্দ্রগুলিতে। আপাতত বাসিন্দাদের উপকূলবর্তী এলাকাগুলিতে যেতে নিষেধ করা হয়েছে।





