ফের আত্মহত্যার চেষ্টা মেট্রোয়। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ নেতাজি স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী। যার জেরে দীর্ঘক্ষণ আংশিকভাবে বন্ধ রইল ব্লু লাইনের মেট্রো পরিষেবা। আপ এবং ডাউন দুই লাইনেই দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত ভাঙা পথে চলাচল করছিল মেট্রো। শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।
সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর ৩ টে ১০ মিনিট নাগাদ নেতাজি স্টেশনে আপ লাইনে দমদমগামী মেট্রো ঢুকছিল। তখনই হঠাৎ মেট্রোর সামনে ঝাঁপ দেন ওই ব্যক্তি। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কান্নন বলেন, একটি আত্মহত্যার চেষ্টা হয়েছিল নেতাজি স্টেশনে। কিছুক্ষণ ভাঙা পথে মেট্রো চলেছে। ঘণ্টা খানেকের মধ্যে স্বাভাবিক করা হয়েছে পরিষেবা।‘ মেট্রোর সামনে ওই ব্যক্তি ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ-সংযোগ। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। তবে তাঁর মৃত্যু হয়েছে কি না তা এখনও জানা যায়নি। এই ঘটনার পরেই বিরাট অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেয় মেট্রো কর্তৃপক্ষ। পরে ৪টে ৮ মিনিট নাগাদ ফের স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।
কলকাতা মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টার ঘটনা নতুন নয়। রেল মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী , ২০২০ সালে কলকাতা মেট্রোয় আত্মহত্যা করেছিলেন এক জন। ২০২১ সালে ঘটেনি কোনও আত্মহত্যার ঘটনা। ২০২২ সালে মেট্রোয় পাঁচ জন আত্মহত্যা করেছিলেন। ২০২৩ সালে চার জন। ২০২৪ সাল থেকে সংখ্যাটা বাড়তে থাকে। ২০২৪ সালে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ৭ জন। ২০২৫ সালে জানুয়ারি-ফেব্রুয়ারি ২ জন আত্মহত্যা করেছেন। কেন বার বার এই লাইনেই আত্মহত্যার চেষ্টার মতো ঘটনা ঘটছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ধরনের ঘটনা ঠেকাতে মেট্রোর তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। স্টেশনে বসানো হয়েছে গেটও। সচেতনতামূলক প্রচারও চালানো হচ্ছে। এরপরেও রোধ করা যায়নি আত্মহত্যার ঘটনা। আবারও সেই ব্লু লাইনেই আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী।





