Header AD

নবান্ন উৎসব ঘিরে রঙিন গোটা দেশ, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

পৌষের সংক্রান্তিতে দেশজুড়ে উৎসবের আবহ। একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে দক্ষিণ ভারতের পোঙ্গল, সঙ্গে উত্তর-পূর্ব ভারতের মাঘ বিহু, পশ্চিম ভারতে পালিত হচ্ছে লোরি —সব মিলিয়ে গোটা দেশে বিভিন্ন সংস্কৃতির উৎসব যেন এক সুতোয় বাঁধা। এই উৎসবমুখর পরিবেশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর সোশ্যাল মিডিয়া মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

মকর সংক্রান্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে লেখেন, সকলের প্রতি তাঁর আন্তরিক প্রীতি ও শুভকামনা রইল। পাশাপাশি পৌষ মাসের শেষ দিনে পালিত মাঘ বিহু উপলক্ষেও শুভেচ্ছা জানান তিনি। তাঁর বার্তায় উঠে আসে, এই প্রাণবন্ত উৎসব যেন সব সম্প্রদায়ের মানুষের জীবনে নতুন আনন্দ ও ইতিবাচক চেতনা জাগিয়ে তোলে। দক্ষিণ ভারতের অন্যতম প্রধান উৎসব পোঙ্গল উপলক্ষেও শুভেচ্ছাবার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই শুভ দিনে তাঁর সমস্ত তামিল ভাই ও বোনদের জীবন সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

প্রসঙ্গত মকর সংক্রান্তি উপলক্ষ্যে বুধবার ভোররাত থেকেই গঙ্গাসাগরে মকরের স্নান শুরু হয়। শীত উপেক্ষা করে লক্ষাধিক পুণ্যার্থী স্নান সারেন। পাশাপাশি উত্তরপেদেশের প্রয়াগরাজেও এদিন ভোর থেকে পুণ্যার্থীরা মকরের স্নান সারেন। বীরভূমের কেঁন্দুলীতে জয়দেব মেলাতেও চলে স্নানপর্ব। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ধুমধাম করে এদিন টুসু পরব পালিত হচ্ছে।