বছরশেষে জাঁকিয়ে শীত রাজ্যে। পারদের কাটা ১২র ঘরে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার কলকাতার উষ্ণতা ১২.৬ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। ভোরের দিকে এই তাপমাত্রা ছিল ১১ ডিগ্রির কাছাকাছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা সামান্য বৃদ্ধি পেয়েছে। যদিও হাওয়া অফিস জানিয়েছে , সোমবার দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি কম ছিল! সেই কারণে দিনভর প্রবল শীত অনুভূত হয়েছে। আর মঙ্গলে তা আরও কমেছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭.২ ডিগ্রি কম। যদিও গত সপ্তাহান্তেও তাপমাত্রা এমনই ছিল।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বছরের শেষে শীত জাঁকিয়ে পড়লেও , বর্ষের শুরুতে এতটা মনোরম আবহাওয়া থাকবে না। দক্ষিণবঙ্গ কুয়াশার চাদরে ঢাকার সম্ভবনা রয়েছে । কয়েক ডিগ্রি বাড়বে উষ্ণতা। ফলে দক্ষিণবঙ্গে ২০২৬ হতে চলেছে ‘উষ্ণ’ নববর্ষ। উত্তরবঙ্গে যদিও ঠিক এর বিপরীত আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে যদিও উত্তরের জেলাগুলি কুয়াশায় ঢাকা। জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদহ, আলিপুরদুয়ারে ঘন কুয়াশা। দৃশ্যমানতা প্রায় ৫০ মিটারের কাছাকাছি।





