রাজ্যের প্রান্তিক, আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাঁড়ানো এবং উচ্চশিক্ষায় সহযোগিতা করার লক্ষ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চালু করেছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) প্রকল্প। তৃতীয়বার ক্ষমতায় এসেই এই কার্ড চালুর সিদ্ধান্ত নেন তিনি। সেই প্রকল্পে এবার বিরাট সাফল্য অর্জন করল। রাজ্যে এই কার্ড হোল্ডারদের সংখ্যা ১ লক্ষ ছাড়াল। স্যোশাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যবাসীকে নিজেই এই সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে সুবিধাপ্রাপ্তের সংখ্যাটা ১ লক্ষ পেরিয়ে গেল। এই প্রকল্পের অধীনে পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পায়। সুদের ভারও বহন করে রাজ্য সরকার।” তিনি আরও জানান, “আগামী দিনেও এভাবেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের সাহায্য করবে রাজ্য। যাতে প্রতিভাবান পড়ুয়াদের সাফল্যের পথে আর্থিক অসঙ্গতি অন্তরায় না হয়।”

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ইস্তেহার প্রকাশ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট নামক প্রকল্প শুরু করার বিষয়ে। তৃতীয়বার সরকার গঠনের পরই সেই প্রতিশ্রুতি পালন করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই প্রকল্পে ছাত্রছাত্রীরা সহজ শর্তে ব্যাঙ্কগুলি থেকে ঋণ পেয়ে থাকেন। যার গ্যারেন্টার সরকার নিজেই। স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকলে উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পান সমস্ত পড়ুয়ারা। পড়ুয়ারা চাইলে ২ লক্ষ টাকাও থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। শুধু তাই নয় সুদের একটা বড় অংশও দেয় রাজ্য সরকার। যার ফলে পড়ুয়ারা অনেক কম সুদে ঋণের সুবিধা পায়। এই প্রকল্পের আওতায় সুবিধাভোগী গোষ্ঠী হিসাবে রয়েছে রাজ্যের একটা বড় অংশের পড়ুয়া।





