Header AD

যুবভারতী কাণ্ডে বিশ্বজুড়ে সমালোচনার ঝড়! নিন্দা আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও

মেসির (Lionel Messi) ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর প্রথম দিনই দর্শকদের বিক্ষোভে উত্তাল হয়েছে যুবভারতী। প্রিয় তারকাকে একবার চোখের দেখা দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন অনুরাগীরা। এই পরিস্থিতিতে অনুষ্ঠান শেষ করা যায়নি। মাত্র ২২ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সংবাদমাধ্যমে গত রবিবারই ‘যুবভারতী কাণ্ড’ নিয়ে সবিস্তারে আর্টিকেল প্রকাশিত হয়। যার জেরে মাথা নিচু হয়েছে কলকাতার। এবার মেসির দেশ আর্জেন্টিনার(Argentina) সংবাদমাধ্যমেও যুবভারতী কাণ্ড সবিস্তারে প্রকাশিত হয়েছে। গোটা ঘটনায় মেসি-মারাদোনার দেশেও মুখ পুড়েছে কল্লোলিনী তিলোত্তমার।

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলার ঘটনা জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ ও ‘লা নাসিয়ন’-এ। ‘ক্লারিন’ তাদের শিরোনাম করেছে, “ভারতে মেসিকে নিয়ে বিশৃঙ্খলা”।

তারা প্রতিবেদনে তুলে ধরেছে, “আয়োজকদের বিরুদ্ধে দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ উঠেছে।” সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। লেখা হয়েছে, “চেয়ার এবং জলের বোতল ছোড়ার জন্য আর্জেন্টাইন তারকার অনুষ্ঠানটি ২২ মিনিটের মধ্যে শেষ করতে হয়। এর ফলেই সঙ্কট দেখা দেয়। তাঁকে দেখতে না পাওয়ার হতাশায় ক্ষোভে ফেটে পড়েন ফুটবলপ্রেমী জনগণ। তার পরে ভারতীয় ফুটবল ফেডারেশন মেসির অনুষ্ঠানের এই ঘটনা থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়।” তারা আরও লিখেছে, “মেসিকে বিপন্ন করে তোলা হয়েছে।” রাজনৈতিক নেতা ও কর্মকর্তাদের ভূমিকারও নিন্দা করা হয়েছে ওই প্রতিবেদনে। এই সংবাদপত্রে আরও লেখা হয়েছে, “সল্টলেক স্টেডিয়ামের ভিতরেই বিতর্কের সূত্রপাত হয়। হাজার হাজার ভক্ত উচ্চমূল্যের টিকিটের বিনিময়ে মাঠে এসেছিলেন। কিন্তু রাজনীতিবিদ ও কর্মকর্তাদের প্রাচীর দর্শকদের মেসি-দর্শনে বাধা তৈরি করে।”

আর্জেন্টিনার অপর একটি সংবাদমাধ্যম ‘লা নাসিয়েন’-এও এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। পাশাপাশি ‘নিউ ইয়র্ক টাইমস'(NewYork Times), ‘দ্য গার্ডিয়ান’ (The Gurdian), ‘বিবিসি'(BBC) সহ একাধিক আন্তর্জাতিক সংবাদসংস্থা এই ঘটনার নিন্দায় সরব হয়েছে। গোটা ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেসির কাছে ক্ষমা চেয়েছেন । তিনি লেখেন এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত। বিবিসি সেই কথাও তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। প্রসঙ্গত, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনায় ইতিমধ্যেই আয়োজক শতদ্রু দত্ত সহ বেশ কয়েকজন হামলাকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।