Header AD

বছরের প্রথমদিন কল্পতরু উৎসবকে ঘিরে দক্ষিণেশ্বর- কাশিপুরে যান নিয়ন্ত্রণ, জেনে নিন বিকল্পপথ

বছরের প্রথমদিনটায় দক্ষিণেশ্বর ও কাশীপুর উদ্যানবাটিতে রয়েছে কল্পতরু উৎসব । প্রতি বছর এই উৎসবে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। এবছর কল্পতরু উৎসব উপলক্ষে বিটি রোডে যান নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, ১ জানুয়ারি ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত বিটি রোড ও কাশীপুর রোডে পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে না।

রবীন্দ্র সরণি ও কে কে ঠাকুর স্ট্রিট ক্রসিং, বিবেকানন্দ রোড এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউ ক্রসিং, গ্রে স্ট্রিট এবং বি কে পাল অ্যাভিনিউ ক্রসিং, মানিকতলা ক্রসিং, রবীন্দ্র সরণি এবং, গ্রে স্ট্রিট এবং রাজা দীনেন্দ্র স্ট্রিট ক্রসিং, গ্যালিফ স্ট্রিট ও বিধান সরণি ক্রসিং, বেলিয়াঘাটা রোড ও আচার্য জগদীশচন্দ্র বসু রোড ক্রসিং, স্ট্যান্ড রোড এবং কে কে টেগোর স্ট্রিট ক্রসিং, বিটি রোড এবং রাজা মণীন্দ্র রোড ক্রসিং, বিটি রোড এবং দমদম রোড ক্রসিং, বিটি রোড এবং কাশীনাথ দত্ত রোড ক্রসিং, কাশীপুর রোড এবং খগেন চ্যাটার্জি রোড ক্রসিং, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ অ্যাভিনিউ এবং গ্যালিফ স্ট্রিট ক্রসিং, চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং নিউ সিআইটি রোড ক্রসিং, বিবেকানন্দ রোড এবং রাজা দীনেন্দ্র স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং মহাত্মা গান্ধী রোড ক্রসিং রাস্তা এবং রবীন্দ্র সরণি ক্রসিং, এই সব
রাস্তাগুলিতে উত্তরমুখী কোনও পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে না। কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন যেমন এলপিজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, দুধ, সবজি এবং ফলমূলের গাড়িকে ছাড় দেওয়া হয়েছে।

এদিকে, নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সকলেই। উৎসবের মেজাজ শহর থেকে গ্রাম সর্বত্র। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত কলকাতাও। বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে মানুষের ঢল। এদিন আইনশৃঙ্খলা বজায় রাখতে পার্ক স্ট্রিটে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি ১৫০০র মতো বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। মহিলাদের নিরাপত্তায় থাকছে কলকাতা পুলিশের উইনার্স বাহিনী। এছাড়া থাকবেন ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর র‍্যাঙ্কের আধিকারিকরা। সাদা পোশাকে পুলিশ, এসবি, মহিলা পুলিশ থাকবেন। এছাড়া পিসিআর ভ্যানও থাকছে। কোথাও কোনও ঝামেলা হলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাবে পিসিআর ভ্যান। ওয়াচ টাওয়ার দিয়ে নজরদারি চলবে। কুইক রেসপন্স টিম, অ্যাম্বুল্যান্স মোতায়েন থাকছে। ড্রোন দিয়েও নজরদারি চালানো হবে।