Header AD

‘আজ ট্রেলর, আগামীতে সিনেমা দেখাবে!’ ইটাহারে রোড-শো করে ৬-০ করার আহ্বান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

‘ইটাহার আজ ট্রেলর দেখাল, আগামীতে গোটা সিনেমা দেখাবে!’ বুধবার বিকেলে উত্তর দিনাজপুরে নিজের রোড শো-তে বিপুল জনসমাগম দেখে এভাবেই আবেগে ভাসলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষে ৬-০ করার ডাক দিয়ে তিনি বলেন, বিজেপি যত ক্ষমতা আছে প্রয়োগ করে দেখাক! কেন্দ্রের সরকার ওদের, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সব ওদের। বিচার ব্যাবস্থার একাংশ, মিডিয়ার একাংশ ওদের। কিন্তু বাংলার ১০ কোটি মানুষ মমতার, তৃণমূলের পাশে। বাংলা ভাষার অস্তিত্ব অস্বীকার করছে বিজেপি। বাংলাকে যারা অপমান করে তাদের জবাব দিতে হবে।“   

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রচার করতে বুধবার উত্তর দিনাজপুরের ইটাহারে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়ির মাথায়  উঠে সমর্থকদের ভালোবাসায়, আবেগে ভাসলেন সাংসদ। বললেন, ‘আজীবন ইটাহারের মানুষের কাছে দায়বদ্ধ থাকব।“ গতবার অভিষেকের সভার পরে তাঁর বিরুদ্ধে FIR করেছিল গেরুয়া শিবির। সেই প্রসঙ্গ টেনে এদিন সাংসদ বলেন, ‘আগেরবার সভা করেছিলাম বলে বিজেপি FIR করেছিল। সেই জবাব আপনারা পঞ্চায়েত ভোটে দিয়ে দিয়েছেন।“ এরপর শুভেন্দু অধিকারী ও বিজেপি সরকারকে নিশানা করে অভিষেক বলেন, ‘মমতার সরকারের থেকে ইউনুস সরকার ভালো চলছে বলে সারটিফিকেট দিয়েছিল শুভেন্দু অধিকারী ও বিজেপি। আজ দেখছেন তো বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কীভাবে অত্যাচার হচ্ছে, জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে! আজ সেই সরকারকে যারা সাপোর্ট করেছিল, তারা আবার হিন্দুত্ব নিয়ে কথা বলে! মা দুর্গার জন্মপরিচয় নিয়ে প্রশ্ন তুলছে, তারা আবার হিন্দুত্বের ধারক-বাহক? মনে রাখবেন এই মাটির ওপর নরেন্দ্র মোদি, অমিত শাহের যতটা অধিকার, ইটাহার বাসীরও সমান অধিকার। যারা আমাদের সরাতে চেয়েছে তাদের ইতিহাসে পরিণত করতে হবে।‘

এরপর বাংলাকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়েও সরব হন তিনি। তাঁর অভিযোগ, “৬-৭ বছরে জিএসটি বাবদ সাড়ে ৬ লক্ষ কোটি টাকা নিয়ে গিয়েছে কেন্দ্র, অথচ বাংলার উন্নতিতে এক পয়সাও খরচ করেনি বিজেপি। কেন্দ্রের কাছে বাংলার বকেয়া ১০ লক্ষ কোটি টাকা। প্রত্যেকটি বিধানসভায় ৬৮০ কোটি টাকা আটকে রেখেছে বিজেপি। এই টাকা কি ওদের নেতাদের মামার বাড়ির সম্পত্তি? এদের হারালে শুধু হবে না, বুথ থেকে সমূলে উৎখাত করতে হবে।“  তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালির প্রসঙ্গ টেনে তাঁর প্রশ্ন, ‘ মমতা বন্দ্যোপাধ্যায় হিসেব দিয়েছেন, মোদি সরকার কেন হিসেব দেবে না?” সবশেষে তাঁর আহ্বান, ‘ আগামী নির্বাচনে তৃনমূলের পক্ষে ৬-০ করতে হবে। জোড়াফুল এমনভাবে টিপবেন যেন পদ্মফুল (বিজেপি) চোখে সর্ষেফুল দেখে।“