Header AD

বহরমপুরে আদিবাসী মহিলাকে তিনদিন ধরে আটকে রেখে গণধর্ষণ, ধৃত ২

পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে এক আদিবাসি মহিলাকে তিনদিন লাগাতার গণধর্ষণের অভিযোগ উঠল। এই ঘটনায় এক নির্দল পঞ্চায়েত সদস্য ও তার শাগরেদ গ্রেপ্তার হয়েছেন। ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুর এলাকার। ধৃতদের হেফাজতে নিতে শুক্রবার তাঁদের আদালতে পেশ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বহরুল গ্রামের এক আদিবাসী মহিলাকে খাগড়াঘাট এলাকা থেকে দুই ব্যক্তি জোর করে তুলে নিয়ে যায়। এরপর নিশ্চিন্তপুর গ্রামের একটি ফাঁকা বাড়িতে তাঁকে আটকে রেখে লাগাতার তিনদিন ধরে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। সেই সঙ্গে চলে পাশবিক অত্যাচার। বুধবার সন্ধ্যায় কোনওক্রমে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই   অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে এলাকায় তল্লাশি চালায়। এই পর্বে ইসমাইল শেখ ও রাজু শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের আজ, শুক্রবার আদালতে পেশ করা হয়েছে। রাজিবুল শেখের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে।ধৃত দু’জনের মধ্যে ইসমাইল শেখ আবার বহরমপুরের একটি ব্লকের নির্দল সদস্য। তার বিরুদ্ধে  রয়েছে একাধিক মামলা। যদিও পঞ্চায়েত সদস্যের দাবি, তিনি নির্দোষ। নির্যাতিতা আদিবাসী মহিলার শারীরিক পরীক্ষা ও বয়ান লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে পুলিশ।