Header AD

ভোটার তালিকা ও শুনানি ইস্যুতে সোমে ফের নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধিদল

ভোটার তালিকা সংশোধন ও শুনানি প্রক্রিয়া নিয়ে একাধিক অসঙ্গতির অভিযোগ তুলে সোমবার ফের নির্বাচন কমিশনের দপ্তরে যাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। কমিশনের সামনে মূলত তিনটি প্রশ্ন রাখবে তৃণমূল। পাশাপাশি ভোটার তালিকায় থাকা বিভিন্ন ত্রুটি ও হয়রানির অভিযোগেও কমিশনের কাছে জবাবদিহি চাইবে রাজ্যের শাসকদল।

তৃণমূলের প্রথম প্রশ্ন, বয়স্ক ভোটারদের বাড়িতে গিয়ে যদি ভোট গ্রহণ করা সম্ভব হয়, তবে তাঁদের বাড়িতে গিয়ে শুনানি করা হবে না কেন? শুনানির নামে দূর দুরান্তে ডেকে বয়স্ক ভোটারদের অযথা হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হবে।

দ্বিতীয় প্রশ্ন তোলা হবে, শুনানিতে বিএলএ-২দের উপস্থিতি নিয়ে কেন স্পষ্ট নির্দেশিকা নেই। যদি বলা হয় যে বিএলএ-২রা শুনানিতে থাকতে পারবেন না, তবে তার লিখিত নোটিশ দেখাতে বলবে দলকে। তৃণমূলের দাবি, এই সংক্রান্ত বিষয়গুলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হচ্ছে, মৌখিক নির্দেশ মানা হবে না।

তৃতীয় প্রশ্নে পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ তুলে কমিশনের কাছে ব্যাখ্যা চাইবে তৃণমূল। কেন তাঁদের শুনানির জন্য ডেকে আনা হচ্ছে, এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখাতে বলা হবে। কেন ভার্চুয়াল শুনানির ব্যবস্থা রাখা হচ্ছে না— সেই প্রশ্নও তোলা হবে।

এই তিনটি মূল প্রশ্ন ছাড়াও ভোটার তালিকায় একাধিক অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের সামনে সরব হবে তৃণমূলের প্রতিনিধিদল।