Header AD

ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন ডোমকলের তৃণমূল বিধায়ক তথা সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য জাফিকুল ইসলাম। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার বাইপাসের ধারের ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জাফিকুল। ২০১৫ সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ২০১৭ সালে ডোমকল নতুন পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডোমকল কেন্দ্র থেকে তিনি বিধায়ক হন। বিধায়ক জাফিকুল ইসলামের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়া পেজে তিনি লেখেন, ‘তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, ডোমকল বিধানসভা কেন্দ্রের বিধায়ক জাফিকুল ইসলামের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাঁর শোকাহত পরিবার, শুভানুধ্যায়ীদের প্রতি অন্তর থেকে গভীর সমবেদনা জানাই’। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রয়াত বিধায়ককে হাসপাতালে গিয়ে শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রথমদিকে তাঁকে বেশ সংগ্রাম করতে হয়েছে। চাকরি না পাওয়ায় শুরু করেছিলেন টেলিফোন বুথ। এরপর সংসার চালাতে ব্যাংক থেকে ঋণ নিয়ে শুরু করলেন মুড়ির মিল। এরপরেই দ্রুত উন্নতি করেন জাফিকুল। একটা সময়ে ধর্মীয় প্রচারে মন দিয়েছিলেন। নিজের প্রচেষ্টায় বাড়ির কাছেই একটি বিএড কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। সময়ের সাথে তাঁর মালিকানায় গোবিন্দপুরে ও তাঁর নিজের বাড়ির কাছে বিএড-ডিএড মিলিয়ে সাতটি কলেজ আছে। একটি ফার্মাসিস্ট ও একটি পলিটেকনিক কলেজও আছে। তিনি আমৃত্যু বিধায়ক ও ডোমকল পুরসভার প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।