Header AD

এসআইআর শুনানিতে ডাক পড়ল তৃণমূল সাংসদ দেবের, পরিবারের আরও ৩ জনকে তলব

এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন টলিউডের হার্টথ্রব তথা তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। শুধু তিনবারের সাংসদই নন, সেইসঙ্গে তাঁর পরিবারের আরও তিন সদস্যকেও শুনানির নোটিশ পাঠানো হয়েছে। সমস্ত বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস। তবে কোন দিন তাঁদের কমিশনের ডাকে  হাজিরা দিতে হবে সেই দিনক্ষণ জানা যায়নি এখনও। শাসক শিবিরের অভিযোগ, একজন ব্যস্ত অভিনেতা এবং একইসঙ্গে জনপ্রতিনিধি হিসেবে কাজ করা দেবকে এভাবে নোটিশ পাঠানোর অর্থ হল নিতান্তই হেনস্তা করা। সেই মনোভাব থেকেই অযথা হয়রানি করতেই সাংসদকে নোটিশ পাঠানো হয়েছে।

এই মুহূর্তে টলি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়ক দেব। তাঁর আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। সেখানেই তাঁর জন্ম। পরবর্তী সময় বাবার কর্মসূত্রে মুম্বইয়ে গিয়ে থাকতে শুরু করে দেব ও তাঁর পরিবার। অভিনয় সূত্রে অনেক পরে তিনি কলকাতায় এসে পাকাপাকি বসবাস শুরু করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি এখন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। নিজের জন্মস্থান ঘাটাল থেকে তিনবারের সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। এহেন ব্যক্তিত্বকেও নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, এমনই নির্দেশ নির্বাচন কমিশনের। শুধু দেবকে নয়, তাঁর পরিবারের তিনজনকেও শুনানিতে ডাকা হয়েছে।

তবে দেব এক নয়, এর আগেও শুনানির নোটিস পেয়েছিলেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তিনিও পশ্চিম মেদিনীপুরের আদি বাসিন্দা। পরে কর্মসূত্রে সপরিবারে চলে আসেন কলকাতায়। অনির্বাণের বিরুদ্ধে অভিযোগ, এনুমারেশন ফর্ম ফিলআপের সময়ে ২০০২ সালের কোনও নথি দেননি তিনি। তাই তাঁকে শুনানিতে ডাকা হয়েছে।  অন্যদিকে, টালিগঞ্জের বাসিন্দা দুই অভিনেতা দম্পতি কৌশিক বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকারও পেয়েছিলেন এসআইআর শুনানির নোটিস। সেইমতো তাঁরা সোমবার সকালে শুনানিকেন্দ্রে হাজির হন। তবে জানা গিয়েছে, আগে করা সইয়ের সঙ্গে নতুন করা সই মিলিয়ে দেখে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।