Header AD

কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা, মৃত ২

সোমবার খুব অল্প সময়ের ব্যবধানে দুটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বিধাননগর স্টেশনে। ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল দুই যাত্রীর৷ এদিন বেলা দুটো নাগাদ দমদম এবং বিধাননগর স্টেশনের মাঝামাঝি এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, বেলা দুটো নাগাদ একটি ডাউন লোকাল ট্রেন দমদম থেকে বিধাননগর স্টেশনের দিকে আসছিল৷ বিধাননগর স্টেশনে ঢোকার মুখে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে একজন যাত্রী দুই এবং তিন নম্বর লাইনের মাঝে পড়ে যান ৷ এর কিছুক্ষণ পরেই ডাউন চার নম্বর লাইন দিয়ে অন্য একটি ট্রেন দমদম থেকে বিধাননগরের দিকে ঢুকছিল৷ সেই ট্রেনের দরজা থেকে প্রথম দুর্ঘটনায় কী ঘটেছে দেখতে গিয়ে বিধাননগর স্টেশনে ঢোকার মুখে রেলব্রিজের পিলারে ধাক্কা খেয়ে নীচে খালের জলে পড়ে যান এক যাত্রী৷ ওই যাত্রীরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ চার নম্বর লাইনের নীচে খালের জলে ভাসতে দেখা যায় ওই যাত্রীর দেহ।