“২০২১ সালে আলিপুরদুয়ারে ৫টা সিটেই তৃণমূল হেরেছে। কিন্তু এখানকার মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়নি। তৃণমূল উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। কেন্দ্র বাংলায় হেরে টাকা বন্ধ করে দিয়েছে। ভোটের পর তৃণমূল কিন্তু পালিয়ে যায় না। মানুষের অধিকার ছিনিয়ে নিতে চায় বিজেপি। এবার সবক শেখানোর ভোট। সর্বশক্তি দিয়ে তৃণমূলকে জেতান। সব বুথে জোড়াফুল ফোটাতে হবে। আলিপুরদুয়ারে পাঁচে পাঁচ করতে হবে। বিজেপি হারলে তবেই আলিপুরদুয়ার দৌড়বে। এবার ভোট দিয়ে ওদের সাফ করতে হবে। ওদের উৎখাত করে দিন।” শনিবার ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচির দ্বিতীয় দিন আলিপুরদুয়ারের মাঝের ডাবরির সভা থেকে ছাব্বিশের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।
এদিন চা বাগানের শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য টিজি মিটিংয়ে আলিপুরদুয়ারে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শ্রমিকদের সমস্যা সমাধান করতে গিয়ে তিনি সআফ জানালেন যা কিছু উন্নয়নমূলক কাজ করা হবে সে সবই যেন চা বাগানের শ্রমিকদের পক্ষে যায়। এরপরই কেন্দ্রের বিজেপি সরকার চা বাগানের শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, “চা বাগান অধিগ্রহণের কথা বলেছিলেন মোদি। বিজ্ঞপ্তি দিয়েও পরে বাতিল করেন। আমরা মিথ্যে বলি না। বন্ধ চা বাগান খোলাতে পারেনি। ওরা দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় না। শুধু ভোটের সময় ভোট চাইতে আসে। আমরা কথা দিলে কথা রাখি। বিজেপির মতো মিথ্যে প্রতিশ্রুতি দেয় না কেন্দ্র।”
এরপরই এদিনের সভা থেকে এস আই আর নিয়ে ফের সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করে তিনি বলেন, “নোটবন্দি করেছিল, কিন্তু কালো টাকা বন্ধ হয়নি। এখন সাধারণ মানুষকে ভোটের অধিকার বাঁচাতে লাইনে দাঁড়াতে হচ্ছে। জীবন্ত মানুষদের ভূত বানিয়ে দিচ্ছে। SIR-এর নামে মানুষকে হয়রান করছে। মানুষের অধিকার ছিনিয়ে নিতে চায় বিজেপি। ওরা ভোট চাইতে আসলে আগে রিপোর্ট কার্ড চান। আমরা উন্নয়নের পাঁচালি দিয়ে দিয়েছি। কোথায় গেল বিজেপির রিপোর্ট কার্ড। এবার সবক শেখানোর ভোট। সর্বশক্তি দিয়ে তৃণমূলকে জেতান। আলিপুরদুয়ার থেকে বিজেপিকে সাফ করে দিতে হবে।”





