Header AD

উত্তরপাড়ায় কালীপুজোর মণ্ডপ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

সদ্য কালীপুজো শেষ হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় কালীপুজোর মণ্ডপ খোলার কাজ চলছে। সেই মতোই শনিবার সকাল থেকে উত্তরপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের রাজা প্যারী মোহন রোড ইয়ুথ ফোরাম কালী পুজো কমিটির মণ্ডপ খোলার কাজ চলছিল। সেই মণ্ডপ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। বছর ৩২ মৃত ব্যক্তির নাম দীপ চৌধুরী। ডেকরেটার্সের অন্যান্য কর্মীদের সঙ্গেই মণ্ডপ খোলার দায়িত্বে ছিলেন তিনি। ঘটনার খবর পেয়েই পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ। বাঁশের মধ্যে আটকে থাকা দেহ নামাতে ছুটে আসেন দমকল আধিকারিকরাও। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাতে। বিদ্যুৎ চালু থাকা অবস্থাতেই কেন ওই মণ্ডপ খোলার কাজ হচ্ছিল তা নিয়েও উঠছে প্রশ্ন।

ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কীভাবে এবং কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ওই মণ্ডপের একেবারে পাশ দিয়েই গিয়েছে বিদ্যুতের তার। বিদ্যুৎ বন্ধ না করেই মণ্ডপ খোলার কাজ চলছিল। সেই সময় হঠাৎ করেই বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎপৃষ্ট হন ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। শুধু তাই নয়, বাঁশের মধ্যেই আটকে থাকে দেহ। দমকলের সাহায্যে কোনও রকমে দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। জানা যাচ্ছে, মৃত যুবকের বাড়ি উত্তরপাড়ার মাখলায়। ঘটনার খবর বাড়িতে পৌঁছতেই পরিবারে শোকের ছায়া নেমেছে।