Header AD

আরজিকরের (RGKar) ডাক্তারি ছাত্রীর রহস্যমৃত্যু মালদহে ! প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলল পরিবার

যাদবপুরে (Jadavpur) এক ছাত্রীর রহস্যমৃত্যুর পরদিন এক জুনিয়র ডাক্তার ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হল মালদহে! দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের (Balurghat) বাসিন্দা ওই নিহত ছাত্রী আরজিকরের (RG Kar) জুনিয়র ডাক্তার ছিলেন। পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর নাম অনিন্দিতা সরেন (২৪)। প্রাথমিক অনুমান, প্রেমিকের সঙ্গে অশান্তির জেরে আত্মঘাতী হয়েছেন  তরুণী। যদিও পরিবারের দাবি, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। অনিন্দিতার মা আল্পনা টুডুর অভিযোগ, তাঁকে বিষাক্ত কিছু খাইয়ে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে মৃত্যু হয়েছে অনিন্দিতার। নিহত আদিবাসী তরুণীর পরিবার সূত্রে খবর, এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। পুরুলিয়ার বাসিন্দা ওই যুবক মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Maldah Medical College and Hospital)  ছাত্র  ছিলেন। দাবি, পুরীর (Puri) মন্দিরে গিয়ে বিয়েও করেন তাঁরা। আল্পনাদেবীর  অভিযোগ, সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তাঁর মেয়ে। সে কথা জানতে পেরে তিনি দু’জনকে সামাজিক মতে বিয়ে করার পরামর্শ দেন। অনিন্দিতা  রাজি হলেও প্রেমিক তাতে রাজি ছিলেন না। অনিন্দিতাকে গর্ভপাত করাতে বাধ্য করেন প্রেমিক  বলেও অভিযোগ নিহত ছাত্রীর পরিবারের।

দিন চারেক আগে  প্রেমিকের সঙ্গে সামনাসামনি দেখা করার জন্য মালদহে যান অনিন্দিতা।  একটি হোটেলে ঘরও ভাড়া নেন তিনি। শুক্রবার সকাল ১১টা নাগাদ ফোনে অনিন্দিতার পরিবারকে জানানো হয়, তাঁদের মেয়েকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। তড়িঘড়ি হাসপাতালে পৌঁছে পরিবারের লোকেরা দেখেন,  মেয়ের মুখ দিয়ে ততক্ষণে গ্যাঁজলা বেরোচ্ছে। অনিন্দিতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর পরেই প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগে সরব হয় নিহত ছাত্রীর পরিবার। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা না খুন, তা খতিয়ে দেখা হচ্ছে।