
১. ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে সব সাংসদ বিধায়ককে অংশ নিতে হবে।
২. আগামী ২ মাসে ৮০ হাজার বুথে পথসভা
৩. অঞ্চল সভাপতিরা সকলকে নিয়ে ছোট ছোট পথসভা করবেন। প্রয়োজনে চৌকিতে সভা করুন।
৪.আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির কথা প্রচার করুন, বাড়ি বাড়ি গিয়ে বলুন। মানুষের মতামত নিন।
৫. প্রতিটি বুথে নিবিড় জনসংযোগ করে ফিজিক্যাল ভেরিফিকেশন (ভোটার তালিকা) করতে হবে।
৬. বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন।
৭. বিএলওরা কোনও রাজনৈতিক দলের কথা শুনে পক্ষপাতিত্ব করলে, বাড়ি বাড়ি না গিয়ে তালিকা তৈরি করলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে হবে।
৮. যেসব বুথে ২০২১ ও ২০২৪-এ ভোটে দল হেরেছে সেখানে বুথ সভাপতি বদল হবে। একই কথা প্রযোজ্য অঞ্চল সভাপতির ক্ষেত্রেও।
৯. বাংলা ভাষা ও বাঙালি-বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ-কর্মসূচি চালিয়ে যেতে হবে।
১০. উত্তরবঙ্গের মানুষকে বোঝাতে হবে, তারাই ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছেন। এখন অসম থেকে এনআরসি নোটিশ পাঠাচ্ছে। পাশে থাকে তৃণমূল কংগ্রেসই।
১১. মানুষকে বোঝান কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ।
১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা বাংলার বকেয়া রয়েছে।
১২. আমরা সবাই দিদির সৈনিক। তাঁর স্বপ্নকে বাস্তবায়িত করাই আমাদের কাজ।
১৩. দলের ঊর্ধ্বে কেউ নয়। আমি-তুমির রাজনীতি চলবে না। সকলকে নিয়ে চলতে হবে।
১৪. অঞ্চল সভাপতি-পঞ্চায়েত প্রধান-বুথ সভাপতি, বিধায়ক নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করুন।





