কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আবারও তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাকে বাংলাই চালাবে”। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও আগ্রাসী মনোভাবের প্রতিবাদ করে মুখ্যমন্ত্রীর হুঙ্কার, “এক ইঞ্চি জমিও বিজেপিকে ছাড়ব না”।
প্রসঙ্গত, বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলার জন্য বারবার হেনস্তা হতে হচ্ছে এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। এদিনের সভা থেকে তাঁদের আবারও রাজ্যে ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এদিন, বাংলার অস্মিতাকে স্মরণ করে বিজেপিকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় কথা বললেই অত্যাচার করা হচ্ছে। আমি বলব বেশি করে মাতৃভাষায় কথা বলুন। সাহস কম না। অসম থেকে আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে নোটিস দিচ্ছে। আমরা মাতৃভাষায় কথা বলব। আর অন্য ভাষাকেও সম্মান করব।” মমতা এদিন পরিসংখ্যান দিয়ে বলেন, “ইতিমধ্যেই ২৪ হাজার পরিযায়ী শ্রমিক পরিবারকে ফিরিয়ে এনেছি। তাঁরা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন”। কেন্দ্রের প্রকল্পের সঙ্গে বাংলার রাজ্য সরকারি প্রকল্পের তুলনা করে মুখ্যমন্ত্রী বলেন, “আয়ুষ্মান ভারতে ভেদাভেদ করে। কিন্তু স্বাস্থ্যসাথীতে ভেদাভেদ নেই। সবাই পায়।” এরপরই মমতার হুঙ্কার, “কী অপরাধ বাংলার? বাংলাকে কন্ট্রোল করা যাবে না। বাংলাই বাংলাকে চালাবে। দিল্লি নয়।”দেশের নেতা কেমন হয়, বলতে গিয়ে গান্ধীজি, নেতাজি, রবি ঠাকুর, ক্ষুদিরামের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “দেশের নেতা হবে সেই যে দেশ বোঝে। যে জাতপাতের ভাগ করে সে দেশের নেতা নয়। আমরা হার মানব না। কিছুতেই মাথা নত করব না।”





