সাতসকালে ফের অগ্নিকাণ্ড শহরে। বাঘাযতীন রেলস্টেশনে ২ নং প্ল্যাটফর্মে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় একটি কাপড়ের দোকান। আগুন ছড়িয়ে পড়ে পাশের দকাঙ্োকানগুলিতেও। ধোঁয়ায় ঢেকে গিয়েছিল স্টেশনচত্বর। যার জেরে দীর্ঘ ক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল শিয়ালদহ দক্ষিণ শাখায়। আগুন নেভানোর পর ধীরে ধীরে পরিষেবা চালু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর ৬টা নাগাদ বাঘাযতীন স্টেশনে একটি কাপড়ের দোকানে আচমকা আগুন লেগে যায়। আগুনের শিখা দাউ দাউ করে জ্বলছিল। তবে অগ্নিকাণ্ডের জেরে দোকানটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। সপ্তাহের প্রথম দিনে ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা।
স্টেশনে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় নিরাপত্তার কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। শিয়ালদহ থেকে দক্ষিণের দিকের সমস্ত ট্রেন বাঘাযতীন স্টেশন হয়ে যায়। কাজের দিন হওয়ায় স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীদের ভিড় ছিল। কিন্তু এই বিপত্তির ফলে একাধিক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ট্রেন না থাকায় ভিড় জমে যায় স্টেশনে স্টেশনে। ফলে একেকটি স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের।
তবে কী ভাবে দোকানে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। হচ্ছে। রেল কর্তৃপক্ষ এবং দমকল ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে। তদন্ত শুরু করেছে পুলিশ।





