Header AD

ভেঙে দেওয়া হবে আল্লুর (Allu Arjun) বাড়ি? পুষ্পাকে শোকজ নোটিশ

আবারও বিপাকে আল্লু অর্জুন (Allu Arjun) । বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেটার হায়দরাবাদ পুরসভা নোটিস পাঠাল তাঁকে । অভিযোগ বিনা অনুমতিতে জুবিলি হিলসের ৪৫ নম্বর রোডের বিজনেস পার্ক ভবনটি পুনঃ নির্মাণ শুরু করেছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে বাড়িটির নির্মাণ বন্ধ করার নির্দেশ এসেছে।
দক্ষিণী অভিনেতা এই ভবনটি নির্মাণ করিয়েছিলেন ২০২৩ এ । বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠানসহ বেশ কিছু অফিস রয়েছে বাড়িটিতে। ওই বাড়ির চারতলার নির্মাণের কাজ শুরু করিয়েছিলেন তিনি। তবে জানা গিয়েছে, নির্মাণের কাজটি অবৈধ হওয়ায় গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন নোটিশ পাঠাতে বাধ্য হয়।
গতবছর আল্লু অর্জুনের সিনেমা ‘পুস্পা ২’ মুক্তি পেয়েছিল । এই ছবির প্রিমিয়ারেও বেশ বেগ পেতে হয়েছিল তাঁকে। প্রিমিয়ারের দিন তাঁর এক অনুরাগীর পদপিষ্ট হয়ে মৃত্যুর কারণে একরাতের জন্য জেল হেফাজত হয়েছিল অভিনেতার। এছাড়াও বিষয়টি নিয়ে জোর রাজনৈতিক তরজাও চলে। আবারও কর্পোরেশনের পাঠানো নোটিশ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। এরই মাঝে পরিচালক অ্যাটলির নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন আল্লু (Allu Arjun)।