রাজস্থানের জয়পুরের রাস্তায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল একজনের, আহত ১৬। আহতদের মধ্যে ১২ জনকে এসএমএস হাসপাতাল ও জয়পুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রাথমিক চিকিৎসার পরে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, মধ্যরাতে আচমকাই দ্রুতগতির একটি অডি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়। ইতিমধ্যেই গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন চালক। তার জেরেই এই দুর্ঘটনা। খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী প্রেম চাঁদ বৈরওয়া । তিনি জানিয়েছেন, দুর্ঘটনার সময় অডি গাড়িটির ভেতরে চারজন ছিলেন। গাড়ির নীচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আরোহীদের মধ্যে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জয়পুরের জার্নালিস্ট কলোনি এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। একটি অডি গাড়ি প্রথমে রোড ডিভাইডারে ধাক্কা মারে। এরপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে তা উঠে পড়ে ফুটপাথে। এরপর গাড়ির ধাক্কায় আশপাশের দোকানগুলি গুঁড়িয়ে যাওয়ার পাশাপাশি, তেমনই গাড়ি পিষে দিল সেখানে থাকা পথচারীদের। তদন্তকারীরা জানিয়েছেন, এত জোরে ধাক্কা মেরেছে গাড়িটি যে কোনও কোনও দোকান ৩০ মিটার পর্যন্ত ছিটকে গিয়েছে। এক প্রত্যক্ষদর্শীর কথায় , ”গাড়িটি প্রচণ্ড গতিতে ছুটছিল। মানুষ আতঙ্কে ছোটাছুটি করছিল প্রাণ বাঁচাতে।”




