Header AD

উত্তাল সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের হাতে বন্দি বাংলার ১৪ মৎসজীবী

মাঝ সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঘটল অঘটন। বাংলাদেশের হাতে বন্দি পশ্চিমবঙ্গের ১৪ জন মৎস্যজীবী।

সূত্রের খবর, গত ১৩ অক্টোবর ‘এফবি শুভযাত্রা’ নামে একটি ট্রলার নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির শানকিজাহান গ্রামের ১৪ জন মৎস্যজীবী। তবে সমুদ্র উত্তাল হওয়ায় ট্রলারটি ভাসতে ভাসতে ঢুকে পড়ে বাংলাদেশের সীমানায়। সীমানা অতিক্রম করায় বাংলাদেশের উপকূল রক্ষী এবং সেনা কিছুক্ষণের মধ্যেই ট্রলারটিকে আটক করে।

সমাজ মাধ্যম থেকে ওই ১৪ জন মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা জানতে পারেন তাদের আটক হবার খবর। তবে ফোনে কারও সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হননি তাঁরা। মৎস্যজীবীদের আটক হওয়ার ছবি দেখে দুশ্চিন্তা ও আতঙ্কে দিন কাটছে পরিবারের সদস্যদের।

বাংলাদেশে আটক হওয়া মৎস্যজীবীরা তাঁদের পরিবারের একমাত্র উপার্জনকারী। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সংগঠন দ্রুত ২ সরকারের হস্তক্ষেপের জন্য আবেদন করেছেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খোঁজখবর চলছে। দ্রুত তাঁদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।