Header AD

কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে গিয়ে তুষারঝড়ে নিহত বাংলার ২ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে গিয়ে শহিদ হলেন বাংলার দুই প্যারাকম্যান্ডার পলাশ ঘোষ ও সুজয় ঘোষ। তবে আতংকবাদীদের সঙ্গে কোনও লড়াইয়ে নয়, তাঁরা প্রাণ হারালেন ভয়ঙ্কর তুষারঝড়ের কবলে পরে। দুই জওয়ানের অকাল মৃত্যুতে শোকের ছায়া রাজ্যে। শোকাহত মুখ্যমন্ত্রীও। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ” জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় চরম প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে বাংলার দুই সাহসী প্যারাকমান্ডার শহিদ হওয়ার ঘটনায় আমি শোকাহত। দেশরক্ষায় তাঁদের অসীম বীরত্ব, নিষ্ঠা এবং আত্মত্যাগের জন্য আমার স্যালুট জানাই। তাঁদের শোকস্তব্ধ পরিবার ও আত্মীয়স্বজনদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

বুধবার জম্মু ও কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগের গাদুলে সন্ত্রাসবাদী নিকেশ অভিযান চালায় ভারতীয় সেনা। সেই অভিযান দলেই ছিলেন বাংলার দুই প্যারা কমান্ডো। বীরভূমের ল্যান্স নায়েক সুজয় ঘোষ (২৮) ও মুর্শিদাবাদের ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ(৩৮)। অভিযান চলাকালীন তুষারঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়ে যান তাঁরা। তল্লাশি অভিযান চালিয়ে বরফাবৃত অবস্থায় উদ্ধার করা হয় পলাশকে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। পলাশের বাড়িতে রয়েছেন বাবা, মা, স্ত্রী ও দুই কন্যা। শনিবার পলাশের শহিদ হওয়ার খবর আসতেই ভেঙে পড়েছে গোটা পরিবার।
অন্যদিকে বীরভূমের রাজনগর অঞ্চলের বাসিন্দা সুজয় ঘোষ কৃষক পরিবারের সন্তান। বাড়িতে বাবা ছাড়াও দাদা রয়েছেন ২৮ বছর বয়সি এই শহিদের। ২০১৮ সালে সুজয় যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। দাদা মৃত্যুঞ্জয়কে কদিন আগেই ফোন করে সুজয় জানান, অভিযানে যাচ্ছেন। কয়েকদিন কথা হবে না। প্যারাকমান্ডার ৫ গ্রুপের এই সৈনিকের সঙ্গে বাড়ির সেটাই শেষ কথা।