Header AD

পুজোয় ভাসবে বাংলা! কী বলছে হাওয়া অফিস?

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। এর মাঝেই দুঃসংবাদ শোনাল আবহাওয়া দপ্তর। প্যান্ডেল হপিং এ এবার বাঁধ সাধতে পারে বৃষ্টি, এমনটাই আশঙ্কা করছে আলিপুর হাওয়া অফিস। তবে কি ঠাকুর দেখার আনন্দ মাটি হতে চলেছে?  এবার পুজো অন্যান্য বছরের তুলনায় বেশ কিছুতা আগে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে।  কেনাকাটা , পুজোর প্ল্যানিংয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি  চলছে। তার মাঝেই এমন একটি সংবাদে নিঃসন্দেহে কপালে ভাঁজ ফেলবে বঙ্গবাসীর। বর্ষা বিদায় নেবে বাংলা থেকে পুজোর পর। যেহেতু এই বছর পুজো পড়েছে বর্ষার মরশুমে তাই বৃষ্টিকে সঙ্গে নিয়েই প্যান্ডেল হপিং করতে হতে পারে সাধারণ মানুষকে, এমনটাই আশঙ্কা করছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া সুত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ , ধীরে ধীরে শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়ে সেটি প্রবেশ করবে ওড়িশার উপকূলে স্থলভাগে  এবং  অপরদিকে মৌসুমী অক্ষরেখা ওড়িশা থেকে বাংলার দিকে এসে অবস্থান করছে। এর জেরে আপাতত গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে  চলবে বৃষ্টি । আপাতত দুর্যোগ সহ্য করে নিলেও পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস চিন্তা বাড়াবে বাংলার মানুষের।