মুম্বইয়ে ফের জঙ্গি হামলার ছক! শুক্রবার সকালে মুম্বই পুলিশের কাছে হোয়াটস অ্যাপে হুমকি আসে, শহরজুড়ে ৩৪টি মানববোমা ছড়ানো রয়েছে একাধিক গাড়িতে। গোটা মুম্বইকে কাঁপিয়ে বিস্ফোরণ ঘটাবে অন্তত ৪০০ কেজি আরডিএক্স। মৃত্যু হবে ১ কোটি মানুষের। এমন বার্তা পেয়ে নড়েচড়ে বসল মুম্বই পুলিশ। শহর জুড়ে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। শহর জুড়ে বোমার খোঁজে চলছে তল্লাশি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে হামলার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ‘লস্কর-ই-জিহাদি’ নামে এক সংগঠনের পরিচয় দিয়ে হুমকি দেওয়া হয়। দাবি করা হয়, ৩৪টি মানব বোমা বহনকারী গাড়ি মুম্বইয়ের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। তাতে মোট ৪০০ কেজি আরডিএক্স রয়েছে। এর ফ্লে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠবে মুম্বই। শুধু তা-ই নয়, ১৪ জন জঙ্গি পাকিস্তান থেকে মুম্বইয়ে প্রবেশ করেছে বলেও হুমকি দেওয়া হয়। এই হুমকিবার্তা পাওয়ার পরই তৎপরতা বাড়িয়েছে মুম্বই পুলিশ। শহর জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে শুক্রবার দুপুর পর্যন্ত কোথাও সন্দেহজনক কিছু মেলেনি বলেই খবর।
প্রসঙ্গত, আগামী কাল অনন্ত চতুর্দশী। মুম্বইয়ে ধুমধাম করে এই দিনটি পালিত হয়। উৎসবের ঠিক আগেই এমন হুমকি ঘিরে স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে মুম্বইয়ে। পুলিশের প্রাথমিক অনুমান, ভুয়ো হুমকি বার্তা দেওয়া হয়েছে। তবে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ মুম্বই পুলিশ। বম্ব স্কোয়াড এবং বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্পর্শকাতর জায়গায় খোঁজ চালানো হচ্ছে বলে খবর।





