এশিয়া কাপ শুরু হওয়ার আগেই নতুন লুকে ভক্তদের চমকে দিলেন ভারতীয় ক্রিকেটাররা। হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে অধিনায়ক সূর্যকুমার যাদব প্রত্যেকেই মেক ওভার করে ফেলেছেন। মুম্বই বিমানবন্দরে সূর্যকে একদম ছোট চুলে দেখা গিয়েছিল। পেছনের চুলও অনেকটা কমিয়ে ফেলেছেন। নতুন সূর্যকে দেখে উপস্থিত ভক্তের দল বেশ উচ্ছ্বসিত, সেটা তখনই বোঝা গিয়েছিল। অধিনায়কের কাছে এশিয়া কাপ জিতে ফেরার আবেদনও জানায় তারা।কিন্তু সাজের ক্ষেত্রে অধিনায়ককে পিছনে ফেলে দিয়েছেন হার্দিক। মুম্বই বিমানবন্দরে যে অলরাউন্ডারকে দেখা গিয়েছিল কালো চুলে, সেই তাঁকেই দুবাই বিমানবন্দরে পাওয়া গেল সোনালি চুলে। স্যোশাল মিডিয়ায় হার্দিক সেই ছবি পোস্ট করতেই নিমেষে ভাইরাল। সামনে ও পিছনে চুল কিছুটা ছোট করে অবিন্যস্ত করে দিয়েছেন। কখন কিভাবে হার্দিক এই রূপ পরিবর্তন করে ফেললেন তা ভেবে অনুরাগীরা রিতিমত অবাক।
টি টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলস্টোনের সামনে বরোদার স্পিডস্টার। ব্যাটে ১০০০ রান আগেই পূর্ণ করেছেন। বলেও এবার রেকর্ড করার সম্ভাবনা। মাত্র ৬ উইকেট নিলেই বাংলাদেশের সাকিব আল হাসান ও আফগানিস্তানের মহমদ নবির পর বিশ্বের তৃতীয় ক্রিকেটার যিনি এই কৃতিত্ব অর্জন করবেন।




