শনিবার রাতে দোহার আবদুল্লা বিন খলিফা স্টেডিয়ামে অনূর্ধ্ব ২৩ এ এফ সি কোয়ালিফায়ার ম্যাচে কাতারের বিরুদ্ধে দারুণ লড়াই করল ১০ জনের ভারত। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ১ ঘণ্টার মধ্যে ১০ জন হয়েও শেষ পর্যন্ত ১-২ গোলে পরাজিত হল নৌশাদ মুসার ছেলেরা।
ভারত শুরুটা করে আক্রমণাত্বক ভাবেই। তিন মিনিটেই একটি দূরপাল্লার শটে কতার গোলকিপারের পরীক্ষা নেন মহম্মদ সুহেল। যদিও ১৮ মিনিটে কর্নার থেকে হেড করে আয়োজক দেশকে এগিয়ে দেন আল হাসিমি।
৫৩ মিনিটে জবাব দেয় ভারত। মহম্মদ সানানের একটা দারুণ ক্রসে অসাধারণ হেড করে নীল জার্সীদের সমতায় ফেরান সুহেল।
কিন্তু ৬৬ মিনিটে বক্সের মধ্যে ডিফেন্ডার পরমবিরের একটা নিরীহ ধাক্কা ভারতের জন্য অভিশাপ হয়ে দেখা দেয়। রেফারি ওটা পেনাল্টি না দিলেও পারতেন। তার থেকেও বড় কথা আগেই হলুদ কার্ড দেখা পরম দ্বিতীয় হলুদ কার্ড দেখে ম্যাচ অর্ডার পান। পেনাল্টি থেকে জাসেম কাতারকে ২-১ এগিয়ে দেন।
তবে ১০ জন হয়ে গেলেও বাকি সময়টা সমানে সমানে টক্কর দেয় ভারত। যদিও শেষপর্যন্ত ভাঙা হৃদয় নিয়েই মাঠ ছাড়তে বাধ্য হয়।
গ্রুপ এইচে ভারতের শেষ খেলা ব্রুনেইয়ের সঙ্গে। আগামী ৯ সেপ্টেম্বর সেই ম্যাচ জিততে পারলে সেরা দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার একটা সুযোগ থাকবে।





