সীমান্ত দিয়ে পাচার-অনুপ্রবেশ দুই চলছে রমরমিয়ে।বিএসএফ কার্যত ব্যর্থ।অনুপ্রবেশ রুখতে বড় বড় কথা বললেও কার্য ক্ষেত্রে চিত্রটা একেবারেই ভিন্ন। তারা নিজেদের ব্যর্থতার দায় বারে বারে বাংলার ওপর চাপায় আর বাংলাকে বদনাম করতে সীমান্তে পাচার নিয়ে অপপ্রচার করছে স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূল বারবার সেই কুৎসা-অপপ্রচারের বিরুদ্ধে প্রমাণ দিয়েছে। কিন্তু এবার বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর হুকুমে সীমান্তে খোদ বিএসএফ-এর গোমাংস পাচারের প্রমাণ উঠে এল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নামাঙ্কিত লেটার হেডে তাঁরই সই করা একটি নথির ছবি।
যেখানে স্পষ্ট, সীমান্ত দিয়ে গোমাংস পাচারে বিএসএফকে নির্দেশ দিচ্ছেন শান্তনু। রীতিমত সরকারি শিলমোহরে গোমাংস পাচারে কেন্দ্রীয় মন্ত্রী ও বিএসএফ-এর যোগ একেবারে পরিষ্কার। সেই নথির ছবি ফেসবুকে শেয়ার করে বিজেপির স্বরূপ তুলে ধরে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা সুদীপ রাহা। তাঁর কথায়, “ভোটের সময় হইচই, মানুষকে হুমকি-ধমকি, ধর্মীয় বিভাজন – এসব করে এবার বিজেপির আসল চরিত্র দেখুন! এটাই কি বিজেপির গোমাতা রক্ষা? ভোটের সময় গরু নিয়ে ভণ্ডামি, আর পর্দার আড়ালে গরুর মাংসের ব্যবসা?” একইসঙ্গে এই নথি নিয়ে কেন্দ্রকে একগুচ্ছ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। তাঁর প্রশ্ন, প্রথমত এই ছবি কতটা সত্যি? যদি সত্যি হয়, তবে যেখানে বিজেপি গোমাংস রফতানির বিরোধিতা করে, সেখানে শান্তনু ঠাকুর এই অনুমতি দিলেন কেন? আর শান্তনু ঠাকুর বিএসএফ-কে চিঠি দিয়ে পারাপারের সুপারিশ করার কে? কেন্দ্রীয় মন্ত্রীর এই কীর্তি্র কারণে বিজেপি যে আবার বেকায়দায় পড়ল তা বলাই বাহুল্য।





