প্রথম দফার পর এবার এসএসসির (SSC) দ্বিতীয় দফার পরীক্ষা নির্বিঘ্নে শেষ হল। ৭ সেপ্টেম্বর প্রথম দফা শেষে ভালো পরীক্ষা হওয়ার দাবি জানিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। দ্বিতীয় দফাতেও তার কোনও অন্যথা হল না। পরীক্ষা ব্যবস্থা থেকে পরীক্ষার প্রশ্নপত্র সব কিছু নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। এমনকি রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করলেন ভিন রাজ্য থেকে আসা চাকরিপ্রার্থীরাও। বাংলায় চাকরির সুযোগ পেতে দ্বিতীয় দফাতেও বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে আসা চাকরিপ্রার্থীরা পরীক্ষায় বসেছিলেন । রবিবার রাজ্যের ৪৭৮ কেন্দ্রে এসএসসির দ্বিতীয় দফার পরীক্ষা হল।পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৫০০। একাদশ দ্বাদশের পরীক্ষার প্রশ্নপত্র যথাযথ হয়েছে বলেই মত পরীক্ষার্থীদের। এর আগে ৭ সেপ্টেম্বর নবম-দশম পরীক্ষায় প্রশ্ন খুব সোজা হওয়ার দাবি করেছিলেন চাকরিপ্রার্থীরা। প্রশ্ন সোজা হলে সকলেরই চাকরির ক্ষেত্রে নিজেদের অবস্থান নির্ণয়ে সমস্যা হতে পারে, এমন উল্লেখ করেছিলেন অনেক পরীক্ষার্থী। তবে এই একাদশ-দ্বাদশের পরীক্ষায় তেমন কথা কেউ জানালেন না। চাকরিপ্রার্থীরা জানান, পরীক্ষার প্রস্তুতি থাকলে সফল হওয়া এই প্রশ্নেই সম্ভব। সেই সঙ্গে এর আগে ২০১৬ সালে পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা জানান, এবারের প্রশ্নপত্রও যথেষ্ট ভালো।





