রবিবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবির (CAB) নতুন সভাপতি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আর সোমবার ফের নতুন চমক দিলেন মহারাজ। পুজোর আগেই পথ চলা শুরু তাঁর নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘সৌরাগ্য’। ১৫ সেপ্টেম্বর কলকাতার বুকে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়েই সৌরভের নতুন সংস্থা পথ চলা শুরু করছে। জানা গিয়েছে, অনুষ্ঠানে র্যাম্প ওয়াকে প্রথমবার হাঁটবেন সৌরভ নিজেই। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের নামের সঙ্গে মিলিয়েই নতুন ব্র্যান্ডের নাম রাখা হয়েছে সৌরাগ্য। থাকছে জামা, প্যান্ট, টি-শার্ট পাঞ্জাবি-সহ নানা পোশাক। পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই পোশাক পাওয়া যাবে সৌরাগ্যতে। তবে সৌরভের এই ব্র্যান্ডের পোশাক অনলাইনে একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। খেলা ছাড়ার পর টেলিভিশন সঞ্চালক হিসেবেও তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন সৌরভ। এখনও বাংলার বুকে তিনিই সেরা বিজ্ঞাপনের মুখ। পুজোর আগেই নতুন রূপে মহারাজকে পেতে অপেক্ষায় তাঁর ভক্তরা।
৬ বছর পর বঙ্গ ক্রিকেটের প্রশাসনে ফিরলেন সৌরভ। সিএবির সভাপতি (CAB President) পদে ফিরে সকলকে নিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, “সব জায়গাতেই কিছু না কিছু সমস্যা থাকে। সেগুলো মেটাতে হবে। আর ক্রিকেটের ক্ষেত্রে আমি তো আর নেমে খেলব না। সেটা ক্রিকেটারদেরই করতে হবে। বাংলার ক্রিকেট নিয়ে বেশ কিছু পরিকল্পনা আছে। মাঝে কোভিডের জন্য অনেক কিছু আটকে পড়েছিল। দেখতে হবে, আর কী কী ভাবে উন্নতি করা যায়।” উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি’র সভাপতি ছিলেন সৌরভ। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন। যে পদে তিনি ছিলেন ২০২২ পর্যন্ত । এবার ফের বঙ্গক্রিকেটের প্রশাসনিক পদে প্রত্যাবর্তন হল তাঁর।





