Header AD

নাগার সঙ্গে বিচ্ছেদেই কি কাজ হারাচ্ছেন সামান্থা?

২০১০ সালে একটি ছবির সেটে আলাপ ও প্রেম নাগা চৈতন্য ও সামান্থা রুথপ্রভুর। দীর্ঘদিন সম্পর্কে থাকার পড়ে ২০১৭ তে গাঁটছড়া বাঁধেন দুই দক্ষিণী তারকা । তবে তাঁদের বৈবাহিক জীবন দীর্ঘস্থায়ী হয়নি। ২০২১ সালে তাঁদের দাম্পত্যে ফাটল ধরে।
এরপর থেকে প্রায়শই আলোচনার কেন্দ্রে এসেছেন দুই দক্ষিণী তারকা। সামান্থার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর শোভিতা ধুলিপালার সঙ্গে বিয়ে সেরেছেন চৈতন্য। সম্প্রতি জানা যায় নাগার সঙ্গে সম্পর্ক ভাঙার কারণে নাকি এবার দক্ষিণী ছবিতে কাজ পাচ্ছেন না সামান্থা !
সরাসরি এই বিষয়ে কোনও কথা না বললেও কিছুদিন আগে অভিনেত্রী ও প্রযোজক লক্ষ্মী মানচু-র দেওয়া একটি সাক্ষাৎকারে পাওয়া গেল তারই আঁচ। লক্ষ্মী বলেন তেলুগু ইন্ডাস্ট্রির এক তারকার প্রাক্তন স্ত্রী বিয়ে ভাঙার পর থেকে কাজ পাচ্ছেন না। তিনি কি সরাসরি সামান্থাকেই কথাটি বিঁধলেন! নেটিজেনদের দাবি তিনি হয়তো তাঁর প্রিয় বন্ধু সামান্থার কথাই বুঝিয়েছেন। ‘দক্ষ: এ ডেডলি কন্সপিরেসি’ ছবির প্রচারে এসে লক্ষ্মী বলেন, পুরুষদের থেকে এই সমাজে মহিলাদের অনেক বেশি সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। নিজের মন্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “এক মহাতারকার প্রাক্তন স্ত্রী আছেন, যিনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন। বিবাহ বিচ্ছেদের পর এমন ছবিও ওই অভিনেত্রীর থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে যেগুলির প্রস্তাব একসময় তাঁকেই দেওয়া হয়েছিল।” লক্ষ্মীর দাবি, ওই তারকা রাগ করতে পারেন, সেই আশঙ্কার কথা জানিয়েই তাঁর প্রাক্তন স্ত্রীকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। “ভালো কাজ করার অপেক্ষায় এখন সেই অভিনেত্রী, এবং আমার তাঁর নাম আলাদা করে উল্লেখের প্রয়োজন নেই,”। লক্ষ্মীর এহেন মন্তব্যের পর শুরু হয়েছে গুঞ্জন।