পুলিশ যদি চলচ্চিত্র নির্মাতার ভূমিকায় অবতীর্ণ হয়, বিষয়টা কেমন হবে বলুন তো! হ্যাঁ পুলিশের চরিত্রকে কেন্দ্র করে তৈরি হওয়া অনেক সিনেমাই হয়তো আপনারা দেখেছেন। কিন্তু খোদ পুলিশ কর্মীরা যদি কখনো সিনেমা তৈরি করে ফেলেন! আশ্চর্য হচ্ছেন তো। কলকাতা ও রাজ্য পুলিশের কর্মীরা তৈরি করেছেন সত্যজিৎ রায়ের জীবনী অবলম্বনে সিনেমা যার নাম ‘অপু এবং আমি ‘।
মূলত সত্যজিৎ রায়ের ‘ পাঁচালী ‘ তৈরির সংঘর্ষকে ঘিরে এই ছবি তৈরি করার উদ্যোগ নেন ভবানী ভবনের বেশকিছু পুলিশ অফিসার এবং কর্মী। ডিউটির মাঝখান থেকে সময় বের করে এই সিনেমা তৈরি করা তাঁদের কাছে ছিল বেশ চ্যালেঞ্জিং। তাঁদের সঙ্গে রয়েছেন কিছু পেশাদার অভিনেতা এবং টেকনিশিয়ান। এই ছবির পরিচালক ডি সাধু নিজে একজন সাব-ইন্সপেক্টর। সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি মোট দু’ঘণ্টা সাড়ে চার মিনিটের। কলকাতা চলচ্চিত্র উৎসবে এই সিনেমাটি প্রদর্শনের আবেদন করে উৎসব কর্তৃপক্ষের কাছে জমাও দিয়েছেন তাঁরা। নিজেদের কাজের ফাঁকে কঠোর পরিশ্রমের দ্বারা সৃষ্ট এই ছবি কলকাতা চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পাবে বলেই আশা পুলিশকর্মীদের।





