বাংলার দুর্গোৎসবের ইতিহাস এবার তথ্যচিত্রের আকারে দেখানো হবে বিদেশের মাটিতে। নিউইয়র্ক (New York) শহরের ম্যানহাটনের বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারে (Times Square) প্রদর্শন হবে তথ্যচিত্র ‘দুর্গোৎসব ৪৩২’। আয়োজনে টাইমস স্কোয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন। এই তথ্যচিত্রের পরিচালক সাংবাদিক-গবেষক সম্রাট চট্টোপাধ্যায় (Samrat Chatterjee)। টাইমস স্কোয়ারে ১ অক্টোবর মহানবমীতে সন্ধে ৬টায় আমেরিকার সময় অনুযায়ী প্রদর্শিত হবে এই তথ্যচিত্র । পুজোর সুবাস আজ পৌঁছেছে দেশ ছাড়িয়ে বিদেশেোব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার দুর্গাপুজো ওয়ার্ল্ড হেরিটেজের বিশ্বজনীন স্বীকৃতি লাভ করেছে । বাংলার দুর্গোৎসবকে কেন্দ্র করে বহুদিন কাজ করছেন সম্রাট। এই তথ্যচিত্রের মাধ্যমে দেখানো হবে দুর্গোৎসবের ইতিহাস , দুর্গাপুজো কীভাবে শুরু হয়েছিল, ইউনেস্কোর স্বীকৃতি কীভাবে লাভ করল এই উৎসব। মোট ১৭ মিনিট ৩২ সেকেন্ডের তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে দুর্গাপুজোর ৪৩২ বছরের পুরনো ইতিহাস।





