মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর দেওয়া গানের ডালি নিয়ে মহালয়াতেই প্রকাশিত হল গানের অ্যালবাম ‘দুর্গা অঙ্গন’ (Durga Angan)। রবিবার নজরুল মঞ্চে দলীয় মুখপত্র ‘জাগোবাংলা’র উৎসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠানের মঞ্চে প্রকাশিত হয় এই গানের অ্যালবামটি (music album)। সকলের শোনার জন্য সেই অ্যালবামটি ইউটিউবেও (YouTube) আপলোডের কথা নিজেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
গানের অ্যালবাম প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আজ ওই মঞ্চ থেকে আমার পুজোর গানের নতুন অ্যালবাম (music album), ‘দুর্গা অঙ্গন’ (Durga Angan) প্রকাশিত হল। এ প্রসঙ্গে বলি, দিঘায় জগন্নাথ ধাম-এর পর আমরা নিউটাউনে করছি একটি দুর্গা মন্দির। আমি তার নামও ‘দুর্গা অঙ্গন’-ই রেখেছি। বাংলা তো মা দুর্গার আঙিনাই বটে! গানের অ্যালবামটিতে আমার কথা ও সুরে শ্রীরাধা, নচিকেতা, রূপঙ্কর, রাঘব, মনোময়, ইমন, ঐতিহ্য, তৃষা, বাবুল সুপ্রিয়, জীৎ এবং ইন্দ্রনীল মিলে মোট ১৬টি গান গেয়েছে।’ সেই অ্যালবামের গানের লিঙ্ক সকলের সঙ্গে শেয়ার করে তিনি জানান, ‘দুর্গা অঙ্গন’ অ্যালবামটির ইউটিউব লিঙ্ক আপনাদের জন্য আমি এখান থেকে শেয়ার করছি যাতে আপনারা গানগুলি শুনতে পারেন। আশা করি, আমাদের প্রয়াস আপনাদের ভালো লাগবে। প্রার্থনা করি, এবারের দুর্গা পুজোয় বাংলার প্রতিটি মানুষের জীবন হয়ে উঠুক আলোকোজ্জ্বল।’





