উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে বিতর্কের শেষ নেই । এবার চতুর্থীর দিন উত্তরপাড়ার অন্তর্গত কোন্নগরে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের হাতে পুজোর উপহার স্বরূপ বস্ত্র তুলে দিলেন তিনি। এমনিতে এলাকায় তাঁকে খুব একটা দেখা যায় না বলে প্রায়শই অভিযোগ শোনা যায় । সেই গুঞ্জনকে দূরে সরিয়ে রাখতেই বিধায়কের এই উদ্যোগ বলে মনে করছেন স্থানীয়রা। এদিন কাঞ্চন বলেন , পুজোর আগে সকলের সঙ্গে এটুকু আনন্দ ভাগ করে নিতে পেরে খুবই ভালো লাগছে। আমরা সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করি। সারাবছর মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় আনন্দ উপভোগ করার অধিকার সকলের। তাই আমি সকলের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে একটা ছোট্ট উদ্যোগ নিয়েছি। কোথাও কোনও মঞ্চ বেঁধে নয়, সাধারণ মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে তাঁদের হাতে পুজোর জন্য নতুন শাড়ি, জামাকাপড় তুলে দিয়েছি।” পুজোয় তাঁর এই উদ্যোগে খুশির হাওয়া বইছে এলাকায় ।
পুজো সবার । কিন্তু এমন বহু মানুষ আছেন যারা শামিল হতে পারেন না পুজোয় । কিনতে পারেন না নিজেদের জন্য জামাকাপড়। সেইসব মানুষের কথা মাথায় রেখে এই উদ্যোগ নিলেন সেলেব বিধায়ক । পুজোর আগেই এবার সাধারণ মানুষের কথা মাথায় রেখে একদম ঘরে ঘরে পৌঁছে তাঁদের হাতে নতুন জামাকাপড় তুলে দিলেন কাঞ্চন ।





