দশমীতে মা দুগ্গার বিদায়ের পালা। বনেদী বাড়ি থেকে বারোয়ারি- সর্বত্র ভারাক্রান্ত হৃদয়ে চলছে দুর্গা বরণ। বরণ শেষে সিঁদুরখেলা। মুম্বইয়ের মুখার্জি বাড়ির পুজোয় বরণ ও সিঁদুরখেলায় মেতে উঠলেন কাজল, রানি মুখোপাধ্যায়, তনিশারা। ঢাকের তালে কিছুটা নেচেও নিলেন বাড়ির লোকেরা। আর সেখানেই কাজলের সঙ্গে সিঁদুর খেলতে দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্তকে। জানা গেল, মুম্বইয়ের বেশ কিছু পুজোয় আমন্ত্রণ ছিল অভিনেত্রীর। কাছের মানুষদের আমন্ত্রণ আবদার রাখতেই ব্যস্ত শিডিউলেও মুম্বই ছুটে গিয়েছেন তিনি। আর সেখান থেকেই কাজল,রানিদের আমন্ত্রণে মুখার্জি বাড়ির দুর্গোৎসবে পৌঁছে গিয়েছিলেন সিঁদুর খেলায় অংশ নিতে।
টলিপাড়াও মেতেছে দেবীবরণে । লক্ষ্মীবারে সাতসকালে দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবে মাকে বরণ করে সিঁদুর খেলেছেন অপরাজিতা আঢ্য। আরেকটু বেলা বাড়তেই আরবানার পুজোমণ্ডপে রাজ-শুভশ্রী। লাল টুকটুকে শাড়ি আর সোনার গয়নায় রাজকীয় সাজে উমাবরণ করতে দেখা গেল অভিনেত্রীকে। বিকেল নাগাদ সরু লাল পাড় সাদা শাড়ি পরে মল্লিক বাড়িতে উমাবরণ করতে পৌঁছলেন কোয়েল মল্লিকও। পুজোর চারটে দিন ঘরের মেয়ে হিসেবেই সকলের সঙ্গে হাতে হাতে কাজ করেন তিনি। মায়ের বিদায় বেলাতেও একেবারে যথাসময়ে ভবানীপুরের পৈতৃক ভিটেতে হাজির কোয়েল। বরণ, সিঁদুর খেলা শেষে ভাসানের শোভাযাত্রায় বাবা রঞ্জিত মল্লিক, স্বামী রাণে ও ছেলে কবীরের সঙ্গে পা মেলালেন অভিনেত্রী। যশ ও ছেলেকে সঙ্গে নিয়ে দেবী বরণ করতে পৌঁছে গিয়েছিলেন আরেক অভিনেত্রী নুসরত জাহান। সিঁদুর খেলায় মাতলেন পাওলি দাম, প্রিয়াঙ্কা সরকার, স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে সায়নী ঘোষ, তৃণা সাহা সহ একাধিক টলি সেলেব।





