Header AD

দশমীর সন্ধ্যায় ধুপগুড়িতে ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা

ধুপগুড়ি থেকে ময়নাগুড়িগামী এশিয়ান হাইওয়ে ৪-এ ২ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল তিনজনের। সূত্রের খবর ভিড়ের মধ্যে দোকানে গাড়িটি ঢুকে পড়ে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় উদ্ধারকার্য। পুলিশের অনুমান গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত গাড়িটির চালক পলাতক। শুরু হয়েছে তার খোঁজও। দশমীর সন্ধ্যায় ভিড় ছিল তুমুল। প্রতিমা নিরঞ্জন এবং ঠাকুর দেখা সবই চলছিল একসঙ্গে। কাজেই রাস্তায় মানুষের ঢল ছিল প্রবল। এরই মাঝে হঠাৎ অত্যন্ত দ্রুতগতিতে গাড়িটি এগিয়ে আসে । ঢুকে পড়ে সরাসরি দোকানে। সেই সময় অনেকে রাস্তার ধারে দাঁড়িয়ে ঠাকুরও দেখছিলেন । তীব্র গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে যায় বেশ কিছুজন। বাকিরা ভয়ে ছোটাছুটি করতে থাকে। স্থানীয় মানুষরা দ্রুত উদ্ধারকার্যে সহায়তা করেন । আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল তা খতিয়ে দেখছে পুলিশ। আহত ৭ জনের অবস্থাও গুরুতর।