দুর্গা পুজো শেষ হয়ে গেলেও তার রেশ চলবে রবিবার পর্যন্ত। কারণ ওইদিন রেড রোডে মহাসমারোহে অনুষ্ঠিত হবে মেগা পুজো কার্নিভাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুর্গোৎসব বিশ্বায়িত হয়েছে। নামিদামি কলকাতার পুজোগুলি দেখার সুযোগ পাওয়া যাবে এই কার্নিভালে, থাকবেন দেশ-বিদেশের অতিথিরাও। সঙ্গে আমজনতা তো বটেই। শুরু হয়ে গিয়েছে কার্নিভালের প্রস্তুতি। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে , আগামী রবিবার কার্নিভালে উপলক্ষে কলকাতার বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে। কিছু রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল।
দুপুর দুটো থেকে শুরু হবে কার্নিভাল। দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত এ জে সি বোস রোড ধরে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড ,ডাফরিন রোড , লাভার্স লেন ও রেড রোড পর্যন্ত রাস্তায় সমস্ত পণ্যবাহী গাড়ির চলাচল বন্ধ থাকবে। দুপুর তিনটের পর আবার ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হবে। দুপুর দুটো থেকে কার্নিভালের শেষ পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোডে সম্পূর্ণ যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কেবলমাত্র কার্নিভালের গাড়িগুলিকে যাতায়াতের অনুমতি দেয়া হবে। অন্যান্য গাড়ি গুলি বিদ্যাসাগর সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। একইসঙ্গে, দুপুর ২টো থেকে জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে মেয়ো রোড এবং রেড রোড, লাভার্স লেন, কুইনসওয়ে, পলাশি গেট রোড, এসপ্ল্যানেড পর্যন্ত সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে। পথচারীরা এ জে সি বোস রোড, চৌরঙ্গি রোড, আউট্রাম রোড, মেয়ো রোড বা আরআর অ্যাভিনিউ ধরে রেড রোডে পৌঁছতে পারবেন। কার্নিভালের জন্য চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইনসওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, আরএন মুখার্জি রোড এবং হেয়ার স্ট্রিটে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
কলকাতায় রবিবার কার্নিভাল। কলকাতার পাশাপাশি কার্নিভালের প্রস্তুতি চলছে বড় শহরগুলিতেও। কলকাতায় রবিবার কার্নিভাল হলেও অন্যান্য শহরের কার্নিভাল শনিবার অনুষ্ঠিত হবে। শিলিগুড়ি শহরে হিলকার্ট রোডে দেখা যাবে দুর্গাপুজো কার্নিভাল। মোট ১২টি নামী পুজো অংশ নেবে এই কার্নিভালে। উত্তর ২৪ পরগনার বারাসত, বসিরহাট ,বারাকপুর ও বনগাঁয় মোট চারটি কার্নিভাল অনুষ্ঠিত হবে। বসিরহাটে ১৪ টি, বারাসতে ১৩ টি, বনগাঁয় ১১ টি বারাকপুরে ১৩ টি পুজো কমিটি অংশ নেবে। কার্নিভাল চলাকালীন বেশ কয়েক ঘণ্টার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তা বন্ধ রাখা হবে। বাড়ানো হচ্ছে ট্রাফিক ব্যবস্থাও।





