Header AD

জুবিন মৃত্যুরহস্যে নয়া মোড়! গ্রেপ্তার গায়কের তুতো ভাই

জুবিন গর্গের মৃত্যুরহস্যে নয়া মোড়। ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরে এক দুর্ঘটনায় মৃত্যু হয় সঙ্গীতশিল্পীর। যদিও ইতিমধ্যে এই মৃত্যু নিয়ে নানা অভিযোগ উঠছে। এটা দুর্ঘটনা না পরিকল্পিত হত্যা, প্রশ্ন উঠছে তা নিয়েও। ইতিমধ্যেই জুবিনের মৃত্যু তদন্তে চার জনকে গ্রেপ্তার করেছে আসামের পুলিশ।এবার গ্রেপ্তার হলেন গায়ক জুবিনের তুতো ভাই সন্দীপন গর্গ। গায়কের মৃত্যুতে এই  নিয়ে মোট  ৫জনকে গ্রেপ্তার  করল পুলিশ।

সিঙ্গাপুরে আয়োজিত নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহন্ত-সহ জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও ব্যান্ডের দু’জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল আগেই। পুলিশের সন্দেহের তালিকায় এবার নতুন যুক্ত হল জুবিনের তুতো ভাইয়ের নাম। তিনি আবার পেশায় পুলিশ, পদমর্যাদায় আসাম পুলিসের ডিএসপি। আসাম পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার করার আগেও বেশ কয়েকবার সন্দীপন গর্গকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিঙ্গাপুরে প্রয়াত গায়ক  যখন জলে ডুবে মারা যান তখন তাঁর সঙ্গেই নাকি ছিলেন সন্দীপন, এমনই শোনা যাচ্ছে। জুবিনের মৃত্যুর আগে তাঁর দুই ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকার লেনদেন হওয়ার খবরও প্রকাশ্যে এসেছে। স্বামীর মৃত্যুতে বিচার চাইছেন স্ত্রী গরিমা সাইকিয়া। পাশপাশি গায়কের শেষ ছবি ‘রই রই বিনালে’ মুক্তির তোড়জোড়ও শুরু করছেন তিনি।