Header AD

BJPতে চরম গোষ্ঠীদ্বন্দ্ব ! পুরুলিয়ায় নিজের দলের বিধায়কের হাতে মার খাওয়ার অভিযোগ এক কর্মীর

পুরুলিয়ায় বিজেপি (BJP) দলে চরম গোষ্ঠীদ্বন্দ্ব। বুধবার রাতে নিজের দলের কর্মীর উপরই হামলার অভিযোগ উঠল গেরুয়া শিবিরের এক বিধায়কের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া সদর থানা এলাকায়। আহত বিজেপি কর্মীর নাম সুরজ শর্মা। তিনি এখন পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

থানার সামনেই সুরজ শর্মাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। সুরজের অভিযোগ, “আমাকে মেরেছেন আমারই দলের বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। ওভারলোড বালি বোঝাই গাড়ি আটকানোর পর থানায় ডাকা হয় আমাকে। তারপর বালি মাফিয়াদের নিয়ে বিধায়ক এসে মারধর করে আমাকে। কোনও মতে পালিয়ে বেঁচেছি।”

ওভারলোড বালি বোঝাই একটি ট্রাক্টরকে আটকানো নিয়ে ঘটনার সূত্রপাত। সুরজের দাবি, তিনিই খবর দেন স্থানীয় থানায়।  পুরুলিয়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে বাজেয়াপ্ত করে নিয়ে যান আধিকারিকরা। থানায় ডাকা হয় সুরজকেও। অভিযোগ, তারপরই থানায় দলবল নিয়ে হাজির হন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। বালি মাফিয়াদের সঙ্গে মিলে বিধায়ক ও তাঁর দলবল মারধর করে সুরজকে। এই সংক্রান্ত একটি মারধরের ভিডিও  ঘুরছে সোশাল মিডিয়ায়। তবে এই ভিডিওর সত্যতা কতটা সেটা জানা যায়নি।