Header AD

স্কুলের মাঠে খেলার সময় ছাত্রের অস্বাভাবিক মৃত্যু,শোকের ছায়া

স্কুলের মাঠে তখন চলছিল ফুটবল ম্যাচ। বৃষ্টিভেজা মাঠে হইহই করে মেতে উঠেছিল হাইস্কুলের ছাত্ররা। অন্যান্য সহপাঠীদের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে নবম শ্রেণীর ছাত্র অর্কদীপ। সঙ্গে সঙ্গে ছুটে আসেন শিক্ষক ও সহপাঠীরা । কিন্তু ততক্ষণে নিস্তেজ হয়ে পড়েছে ছাত্রের শরীর। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা করা যায়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই ছাত্রকে। মুহূর্তে স্কুলে নেমে আসে শোকের ছায়া।

শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার এক নামী বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে। ওই স্কুলের নবম শ্রেণীতে পড়ত অর্কদীপ। স্কুল সূত্রে জানা যায়, স্কুলে স্পোর্টস ক্লাসের তখন খেলাধুলো চলছিল।মাঠে খেলতে খেলতে দৌড়চ্ছিল সে। তখনই অসুস্থ হয়ে পড়ে সে । শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ছুটে যান তাঁর কাছে। ছুটে আসে বন্ধুরাও। গোটা ঘটনাটি ধরা পড়েছে স্কুলের সিসি টিভি ক্যামেরাতে।দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ।

দক্ষিণ ২৪ পরগনার রামচন্দ্রপুর এলাকায় মৃত ছাত্র অর্কদীপের বাড়ি । বিকেলবেলা গেমস ক্লাসের ফুটবল ম্যাচেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। ইতিমধ্যেই তাঁর মৃত্যুকে ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্কুলে। কীভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাঁর মৃত্যু ঘটল তা ভাবাচ্ছে শিক্ষক-শিক্ষিকা- ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলকেই।সহপাঠী থেকে শিক্ষক-শিক্ষিকা—সকলেই শোকস্তব্ধ। মৃত ছাত্রের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।  সুস্থ স্বাভাবিক অর্কদীপের অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই।

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।অসুস্থতা নাকি অন্য কারণে ওই ছাত্রের মৃত্যু হয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ।